আইন উপদেষ্টাকে বিচার বিভাগ নিয়ে মন্তব্য থেকে বিরত থাকার আহ্বান খোকনের
আইন উপদেষ্টা ড. আসিফ নজরুলকে বিচার বিভাগ নিয়ে অযাচিত মন্তব্য থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন সুপ্রিম কোর্ট বারের সভাপতি ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন। তিনি বলেন, আইন উপদেষ্টা সম্মানিত মানুষ। তাকে বলবো, এখন বিচার বিভাগের আলাদা সচিবালয় হয়েছে। বিচার বিভাগ নির্বাহী বিভাগ থেকে পৃথক হয়েছে। তাই আদালত অবমাননা হয়, বিচার বিভাগ নিয়ে এমন কথা বলবেন না।
সোমবার (২২ ডিসেম্বর) বিচার বিভাগ এবং বিচারপতিদের নিয়ে আইন উপদেষ্টার বক্তব্যের প্রতিবাদে সাধারণ আইনজীবী সমাজের ব্যানারে আয়োজিত প্রতিবাদ সমাবেশে তিনি এ কথা বলেন।
বিজ্ঞাপন
এ সময় ব্যারিস্টার খোকন, ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ইরফ ওসমান হাদির খুনীদের গ্রেপ্তারের আহ্বান জানিয়ে বলেন, আকাশ অথবা মাটির নিচে যেখানেই থাকুক, খুনিদের খুঁজে বের করে বিচারের মুখোমুখি করতে হবে।
জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট গাজী কামরুল ইসলাম সজল বলেন, সেদিন আইন উপদেষ্টা প্রধান বিচারপতির সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের কাছে বলেছেন, উচ্চ আদালত থেকে জামিন কম দেওয়ার কথা বলেছি। আইন উপদেষ্টার এই বক্তব্য আদালত অবমাননার শামিল। এই বক্তব্যের মাধ্যমে তিনি বিচার বিভাগে হস্তক্ষেপ করেছেন।
বিজ্ঞাপন
আইন উপদেষ্টার এই বক্তব্য প্রত্যাহার করতে হবে। বিচার বিভাগ নিয়ে কথা বলার সময় আইন উপদেষ্টাকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।
বিক্ষোভ সমাবেশে আরো বক্তব্য রাখেন অ্যাডভোকেট হুমায়ুন কবির মঞ্জু, সুপ্রিম কোর্ট বারের ভারপ্রাপ্ত সম্পাদক ব্যারিস্টার মাহফুজুর রহমান মিলন, ঢাকা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নজরুল ইসলাম, অ্যাডভোকেট আব্দুল লতিফ, অ্যাডভোকেট মাকসুদ উল্লাহ। বিক্ষোভ সমাবেশ সঞ্চালনা করেন অ্যাডভোকেট সামসুল ইসলাম মুকুল।
এমএইচডি/জেডএস