করোনার সংক্রমণ রোধে সরকারের জারি করা কঠোর বিধিনিষেধ অমান্য করায় রাজধানীতে গ্রেফতার ৬৮৭ জনকে জরিমানা করেছেন আদালত।

সোমবার (৫ জুলাই) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোরশেদ আল মামুন ভূইয়া গ্রেফতারদের প্রত্যেককে ১০০ টাকা করে জরিমানা এবং অনাদায়ে এক ঘণ্টা করে কারাদণ্ডের আদেশ দেন। আদালতের সংশ্লিষ্ট সূত্র ঢাকা পোস্টকে এ তথ্য নিশ্চিত করেছেন। 

সূত্র জানায়, ৪ ও ৫ জুলাই আসামীদের ডিএমপি অ্যাক্টে মামলা দিয়ে আদালতে হাজির করে পুলিশ। বিধিনিষেধ অমান্য করায় বিচারক তাদের ১০০ টাকা করে জরিমানা করেন। অনাদায়ে প্রত্যেককে এক ঘণ্টা করে কারাদণ্ডের আদেশ দেন। যারা জরিমানার টাকা পরিশোধ করতে পারেননি, তাদের এক ঘণ্টা আটকে রেখে ছেড়ে দেওয়া হয়।

এর আগে, রাজধানীতে গ্রেফতার হওয়া ৬৩৬ জনকে রোববার ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের পৃথক দুই বিচারক শাহিনুর রহমান ও সাদবীর ইয়াছির আহসান চৌধুরী নির্দিষ্ট পরিমাণ জরিমানা করেন। 

টিএইচ/আরএইচ