অক্সিজেট উৎপাদনে বুয়েটকে আবেদন করতে বললেন হাইকোর্ট
অক্সিজেন সরবরাহ যন্ত্রাংশ অক্সিজেট উৎপাদনের জন্য অনুমতি পেতে বুয়েটের বায়োমেডিক্যাল বিভাগকে এ সংক্রান্ত লিখিত আবেদন প্রধানমন্ত্রীর মুখ্য সচিবকে দিতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। একইসঙ্গে ওই আবেদন অ্যাটর্নি জেনারেল ও আদালতেও দিতে বলা হয়েছে।
সোমবার (৫ জুলাই) বিষয়টি আদালতের নজরে আনলে হাইকোর্টের বিশেষ বেঞ্চের বিচারপতি এম ইনায়েতুর রহিম এই আদেশ দেন।
বিজ্ঞাপন
হাইকোর্টের নজরে আনা সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার অনিক আর হক জানান, করোনা আক্রান্ত রোগীদের কম সময়ে বেশি অক্সিজেন সরবরাহ করার জন্য অক্সিজেট নামে একটি ডিভাইস আবিষ্কার করে বুয়েটের বায়োমেডিক্যাল ইঞ্জিয়ারিং বিভাগ। ওই ডিভাইস দিয়ে ৩০ শতাংশ কম অক্সিজেন ব্যবহার করে মিনিটে ৬০ লিটার অক্সিজেন সরবরাহ করা সম্ভব। কিন্তু ডিভাইসটি কোনো কারখানা বা প্রতিষ্ঠানের না হওয়ায় উৎপাদন করার অনুমতি দেয়নি ওষুধ প্রশাসন। এ বিষয়টি আমি আদালতের নজরে এনেছিলাম। ওই সময়ে আদালত সরকারি কেনাকাটায় নানা অনিয়মের সমালোচনা করেন।
এমএইচডি/জেডএস
বিজ্ঞাপন