জাল রেভিনিউ স্ট্যাম্পসহ গ্রেফতার দুইজন রিমান্ডে
রাজধানীর কোতোয়ালি এলাকা থেকে বিপুল পরিমাণ জাল রেভিনিউ স্ট্যাম্প, কোর্ট ফি ও স্ট্যাম্প তৈরির সরঞ্জামসহ গ্রেফতার দুইজনকে দুই দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
রিমান্ডে যাওয়া আসামিরা হলেন : আ. রহমান হাওলাদার (২২) ও মো. আবুল কালাম শিকদার (৩৩)।
বিজ্ঞাপন
শুক্রবার (৯ জুলাই) কোতোয়ালি থানায় বিশেষ ক্ষমতা আইনে দায়ের করা মামলায় আসামিদের আদালতে হাজির করা হয়। একইসঙ্গে মামলার সুষ্ঠু তদন্তের প্রয়োজনে তাদের সাত দিনের রিমান্ডের আবেদন করেন তদন্ত কর্মকর্তা। শুনানি শেষে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দেবব্রত বিশ্বাস প্রত্যেকের দুই দিন করে রিমান্ড মঞ্জুর করেন।
গত বৃহস্পতিবার (৮ জুলাই) বিকেলে কারওয়ান বাজার র্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে র্যাব-১০ এর অধিনায়ক (সিও) অতিরিক্ত ডিআইজি মাহফুজুর রহমান জানিয়েছিলেন, বৃহস্পতিবার সকালে পুরান ঢাকার তাঁতীবাজার এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। চক্রটি ৪ লাখ টাকার জাল রেভিনিউ স্ট্যাম্প বিক্রি করত মাত্র ৩২ হাজার টাকায়। ইতোমধ্যে তারা প্রায় আড়াই কোটি টাকার বেশি জাল রেভিনিউ স্ট্যাম্প ও জাল কোর্ট ফি বাজারে ছড়িয়ে দিয়েছে।
বিজ্ঞাপন
গ্রেফতার করার সময় তাদের কাছ থেকে জাল বাংলাদেশ কোর্ট ফি ও জাল রেভিনিউ স্ট্যাম্প তৈরির কাজে ব্যবহৃত বিভিন্ন মূল্যমানের ১০টি ডাইস প্লেট (২০ টাকার ৩টি, ১০ টাকার ৪টি, ৫ টাকার ২টি, ২টাকার ১টি), ৫টি পজিটিভ, ২টি মোবাইল ফোন ও নগদ ৪ হাজার ৯২০ টাকা জব্দ করা হয়।
টিএইচ/এসকেডি