স্কুল ব্যাগে করে ইয়াবা বিক্রি : রিমান্ডে মাদক কারবারি
আইন-শৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে স্কুল ব্যাগে করে ইয়াবা বিক্রির অভিযোগে আলিমুল হক ইমন নামে এক মাদক কারবারির দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
শনিবার (১৭ জুলাই) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মঈনুল ইসলাম শুনানি শেষে রিমান্ডের এ আদেশ দেন।
বিজ্ঞাপন
আদালতের পল্লবী থানার সাধারণ নিবন্ধন শাখার পুলিশের উপপরিদর্শক (এসআই) জিয়াউর রহমান ঢাকা পোস্টকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, পল্লবী থানার মামলায় তদন্ত কর্মকর্তা আসামিকে আদালতে হাজির করেন। একই সঙ্গে মামলার সুষ্ঠু তদন্তের প্রয়োজনে ৫ দিনের রিমান্ড আবেদন করেন। আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারক দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।
বিজ্ঞাপন
পল্লবী থানা পুলিশ জানায়, গত ১৬ জুলাই পল্লবীর কালশী এলাকায় আইন-শৃঙ্খলা রক্ষায় দায়িত্ব পালন করছিলেন পুলিশ সদস্যরা। রাত সাড়ে দশটায় একজনের কাঁধে স্কুল ব্যাগ দেখে সন্দেহ হয় টহল পুলিশের। তখন তাকে থামিয়ে জিজ্ঞাসাবাদ করেন টহল পুলিশের ইনচার্জ এসআই মো. আতাউল মাহমুদ। তার কথা অসংলগ্ন হওয়ায় কাঁধে থাকা স্কুল ব্যাগ তল্লাশি করলে পাওয়া যায় জিপারযুক্ত ১৫টি ছোট পলিপ্যাক। যার প্রতিটি প্যাকের মধ্যে পাওয়া যায় ২০০টি করে মোট ৩০০০ পিস ইয়াবা।
এ ঘটনায় তার বিরুদ্ধে পল্লবী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়।
টিএইচ/জেডএস