করোনায় মারা গেলেন সাবেক জেলা জজ গোলাম কিবরিয়া
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সুপ্রিম কোর্টের আইনজীবী এবং অবসরপ্রাপ্ত সিনিয়র জেলা ও দায়রা জজ এটিএম গোলাম কিবরিয়া মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে (বিএসএমএমইউ) চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
বিজ্ঞাপন
সোমবার (২৬ জুলাই) সকালে সুপ্রিম কোর্টের স্পেশাল অফিসার মুহাম্মদ সাইফুর রহমান মৃত্যুর বিষয়টি ঢাকা পোস্টকে নিশ্চিত করেছেন। তিনি বলেন, রোববার (২৫ জুলাই) সন্ধ্যা ৭টায় এটিএম গোলাম কিবরিয়া মারা গেছেন।
এদিকে সুপ্রিম কোর্টের আইনজীবী ও অবসরপ্রাপ্ত সিনিয়র জেলা ও দায়রা জজ এটিএম গোলাম কিবরিয়ার মৃত্যু গভীর শোক প্রকাশ করেছেন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন। প্রধান বিচারপতি মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।
বিজ্ঞাপন
এমএইচডি/জেডএস