রাজধানীর পল্লবীর সেকশন-১২ এলাকা থেকে গ্রেফতার ডাকাত দলের দুই সদস্যকে জামিন দিয়েছেন আদালত। জামিনপ্রাপ্তরা হলেন, আল আমিন ও শাকিল।

মঙ্গলবার (২৮ জুলাই) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মামুনুর রশিদ শুনানি শেষে জামিনের এ আদেশ দেন। আদালতের পল্লবী থানার সাধারণ নিবন্ধন শাখা থেকে এ তথ্য জানা গেছে। 

সূত্র জানায়, মঙ্গলবার দুপুরে পল্লবী থানার মামলায় তদন্ত কর্মকর্তা তাদের আদালতে হাজির করেন। একইসঙ্গে মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কারাগারে আটক রাখার আবেদন করেন। বিচারক পাঁচশ টাকা মুচলেকায় জামিনের আদেশ দেন।

এর আগে, গত ২৬ জুলাই পল্লবীর সেকশন-১২ থেকে তাদের গ্রেফতার করা হয়। পুলিশ জানায়, কয়েকজন যুবক পল্লবীর ১২ নম্বর সেকশনে অস্ত্রসহ অপরাধ সংঘটনের জন্য এক হয়েছে- এমন খবর পেয়ে তাৎক্ষণিক সেখানে একটি টহল টিম পাঠানো হয়। 

পুলিশের গাড়ি দেখে কয়েকজন যুবক এদিক-সেদিক পালাতে থাকে। তখন টহল টিমের পুলিশ সদস্যরা আল আমিন ও শাকিল নামে দুই যুবককে গ্রেফতার করে। তাদের কাছ থেকে একটি ধারালো চাপাতি, লম্বা পাটের রশি ও একটি লোহার রড উদ্ধার করা হয়। পরে এ ঘটনায় পল্লবী থানায় তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়।

টিএইচ/আরএইচ