এবার ডিজিটাল আইনের মামলায় ২ দিনের রিমান্ডে ঈশিতা
বিভিন্ন সংস্থার প্রতিনিধি পরিচয় দিয়ে প্রতারণা করার অভিযোগে গ্রেফতার হওয়া ইশরাত রফিক ঈশিতা (৩৪) ও তার সহযোগী শহিদুল ইসলামকে দুই দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
সোমবার (৯ আগস্ট) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বেগম মাহমুদার আদালত শুনানি শেষে রিমান্ডের এ আদেশ দেন। আদালতে শাহ আলী থানার সাধারণ নিবন্ধন শাখা থেকে এ তথ্য জানা গেছে ।
বিজ্ঞাপন
সূত্র জানায়, শাহ আলী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ও প্রতারণার মামলায় ঈশিতা ও তার সহযোগীর তিন দিন করে ছয় দিনের রিমান্ড শেষে তাদের আদালতে হাজির করা হয়। এরপর ডিজিটাল নিরাপত্তা আইন প্রয়োগ প্রত্যেকে পাঁচ দিন করে রিমান্ডের আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা। আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারক রিমান্ডের এ আবেদন মঞ্জুর করেন।
এর আগে ২ আগস্ট শাহ আলী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ও প্রতারণার মামলায় ঈশিতা ও তার সহযোগীর তিন দিন করে ছয় দিনের রিমান্ড মঞ্জুর করেছিলেন আদালত।
বিজ্ঞাপন
১ আগস্ট সকালে রাজধানীর মিরপুর-১ থেকে ঈশিতা ও শহিদুল ইসলামকে গ্রেফতার করে র্যাব। ব্রিগেডিয়ার জেনারেল, উচ্চতর ডিগ্রিধারী চিকিৎসক, বিশেষজ্ঞ ও দেশি-বিদেশি বিভিন্ন সংস্থার প্রতিনিধি পরিচয় দিয়ে প্রতারণার অভিযোগ রয়েছে ঈশিতার বিরুদ্ধে।
টিএইচ/ওএফ