সাড়ে তিনবছর আগে রাজধানীর মুগদার মান্ডা এলাকায় সুন্দরী ওরফে সেলিম নামে এক হিজড়াকে হত্যা করা হয়। এ ঘটনায় দায়ের করা মামলায় সাইফুল ইসলাম ওরফে সাইফুল্লাহকে জামিন দেননি হাইকোর্ট।  আসামির জামিন আবেদন উত্থাপিত হয়নি মর্মে তা খারিজ করেছেন আদালত।

বৃহস্পতিবার (১২ আগস্ট) বিচারপতি জাহাঙ্গীর হোসেন সেলিম ও বিচারপতি মো. আতোয়ার রহমানের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে জামিন আবেদনকারীপক্ষে আইনজীবী ছিলেন ব্যারিস্টার তাহসিনা তাসনিম মৃদু। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. সারওয়ার হোসেন বাপ্পী।

মুগদার মান্ডা এলাকার আইসক্রিম গলির একটি বাড়ি থেকে ২০১৮ সালের ১৫ ফেব্রুয়ারি সুন্দরী ওরফে সেলিমের মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় আরেক হিজড়া শ্রাবণী বাদী হয়ে অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে মামলা করেন। মামলায় পুলিশ সাইফুল ইসলাম ও সোহেল নামে দুইজনকে গ্রেফতার করে। এদের মধ্যে সাইফুলের জন্য জামিনের আবেদন করা হয়।

এমএইচডি/এমএইচএস