মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী

রাজধানী মতিঝিল ও পল্টন থানায় দায়ের করা নাশকতার পৃথক ছয় মামলায় হেফাজত নেতা মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দীর জামিন মঞ্জুর করেছেন আদালত।

মঙ্গলবার (১৭ আগস্ট) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোর্শেদ আল মামুন ভুইয়া শুনানি শেষে এ আদেশ দেন।

আদালতের সংশ্লিষ্ট সূত্র ঢাকা পোস্টকে এ তথ্য নিশ্চিত করেছেন।

সূত্র জানায়, ২০১৩ সালের পল্টন ও মতিঝিল থানার নাশকতাসহ সাত মামলায় জামিনের আবেদন করেন তার আইনজীবী আরাফাত মোস্তফা। শুনানি শেষে বিচারক জামিন মঞ্জুর করেন।

গত ১১ আগস্ট ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আবু সুফিয়ান মোহাম্মদ নোমান পল্টন থানায় দায়ের করা নাশকতার তিন মামলায় জামিন মঞ্জুর করেন।

তার আগে গত ৪ জুলাই রিমান্ড শেষে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাদবীর ইয়াছির আহসান চৌধুরী তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

গত ২৮ জুন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোর্শেদ আল মামুন ভূঁইয়ার আদালত মঞ্জুরুল ইসলামকে জিজ্ঞাসাবাদের জন্য পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে গত ৫ মে অন্য একটি মামলায় আফেন্দীকে জিজ্ঞাসাবাদের জন্য তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছিলেন আদালত। এরপর গত ৮ মে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

২০১৩ সালের ৫ মে রাজধানীর মতিঝিলের শাপলা চত্বর ঘেরাও এবং ঢাকার বিভিন্ন এলাকায় ভাঙচুর ও সংঘর্ষের ঘটনায় পল্টন ও মতিঝিল থানায় হেফাজতের নেতাদের বিরুদ্ধে একাধিক মামলা দায়ের করা হয়।

টিএইচ/এসএসএইচ