চিত্রনায়িকা পরীমণির তৃতীয় দফায় আরও এক দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। শুনানি শেষে আদালতের হাজত খানায় নিয়ে যাওয়ার সময় অতিরিক্ত ভিড়ের কারণে হোঁচট খেয়ে পড়ে যান তিনি।

বৃহস্পতিবার (১৯ আগস্ট) ১২টা ২১ মিনিটে সিএমএম কোর্টের হাজত খানার সামনে এ ঘটনা ঘটে।

সরেজমিনে দেখা যায়, আদালতের এজলাস থেকে নিচে নামিয়ে আনার পর পরীমণিকে ঘিরে ধরে উৎসুক জনতা ও গণমাধ্যম কর্মীরা। এ সময় নিরাপত্তার দায়িত্বে থাকা নারী ও পুরুষ পুলিশ সদস্যরা তাকে আদালতের হাজতখানার দিকে নিয়ে যেতে থাকেন।

হাজতখানার গেটের সামনে অধিক ভিড় থাকায় দায়িত্বরত পুলিশ সদস্যরা নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এ সময় তাদের মাঝখানে দাঁড়িয়ে থাকা পরীমণি মাটিতে পরে যান। পরে যাওয়ার সঙ্গে সঙ্গে পরীমণিকে চিৎকার দিতেও শোনা যায়।

আরও দেখা যায়, পুলিশ সদস্যরা পরীমণিকে দ্রুত মাটি থেকে তুলে ধরা ধরি করে হাজত খানার ভেতরে প্রবেশ করেন। এ সময় পরীমণি খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছিলেন। হাজতখানার ভেতরে প্রবেশ করানোর পর পরিস্থিতি সামাল দিতে পুলিশ দ্রুত মূল ফটক বন্ধ করে দেয়।

এর আগে পরীমণিকে আদালতে তোলা হলে সিআইডির পক্ষ থেকে তার পাঁচ দিনের রিমান্ড আবেদন করা হয়। আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত পরীমণির এক দিনের রিমান্ড মঞ্জুর করেন।

এআর/এমএইচএস