বাংলাদেশ মানবাধিকার কমিশন নামে বেসরকারি একটি সংগঠনের নাম থেকে ‘কমিশন’ শব্দ ব্যবহারে নিষেধাজ্ঞা দিয়ে হাইকোর্টের আদেশ বহাল রেখেছেন আপিল বিভাগ। রোববার (২২ আগস্ট) প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন আপিল বিভাগ এ আদেশ দেন।

আদালতে রিটের পক্ষে শুনানি অ্যাডভোকেট বাকির উদ্দিন ভূঁইয়া। অপরদিকে ছিলেন অ্যাডভোকেট মো. অজিউল্লাহ।

এর আগে গত ২১ জুন বিচারপতি জে বি এম হাসানের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ বাংলাদেশ মানবাধিকার কমিশন নামে কথিত একটি সংগঠনের নাম থেকে কমিশন শব্দ ব্যবহারে নিষেধাজ্ঞা দেন। 

সুপ্রিম কোর্টের আইনজীবী মো. হানিফের জনস্বার্থে দায়ের করা রিটের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন আদালত।
‘কমিশন’ শব্দটি রাষ্ট্রীয় মানবাধিকার সংগঠন জাতীয় মানবাধিকার কমিশন (ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন,এনএইচআরসি) এর সঙ্গে সাংঘর্ষিক হওয়ায় আদালত এ নিষেধাজ্ঞা দেন। পরে হাইকোর্টের আদেশের বিরুদ্ধে ওই সংগঠনটি আপিল বিভাগে আবেদন করে।

এমএইচডি/এসকেডি