ডেপুটি অ্যাটর্নি জেনারেল আমিনুর রহমান চৌধুরী টিকু মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)।

বুধবার বিকেল ৪টা ৪৫ মিনিটের দিকে রাজধানীর কলাবাগানের নিজ বাসায় তিনি মারা যান।

অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন তার মৃত্যুর বিষয়টি ঢাকা পোস্টকে নিশ্চিত করেছেন। তিনি বলেন, আমিনুর রহমান চৌধুরী টিকু দীর্ঘদিন ধরে ক্যানসারে আক্রান্ত ছিলেন।

আমিনুর রহমান চৌধুরী টিকুর দীর্ঘদিনের রাজনৈতিক সহকর্মী সাবেক ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোতাহার হোসেন সাজু বলেন, টিকু ছিলেন আওয়ামী রাজনীতির জন্য নিবেদিত প্রাণ। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬১ বছর।

তিনি আইন সম্পাদক, কলাবাগান থানা ও কার্যকরী কমিটির সদস্য, গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সদস্য হিসেবে দায়িত্ব পালন করছিলেন। আমিনুর রহমান চৌধুরী টিকু ১৯৮১-৮২ সালে বাংলাদেশ ছাত্রলীগ ঢাকা বিশ্ববিদ্যালয়ের জহুরুল হক শাখার সহ-সম্পাদক ও ২০০১-২০০২ সালে ঢাকা আইনজীবী সমিতির কার্যকরী কমিটির সদস্য ছিলেন।   

গোপালগঞ্জের সন্তান আমিনুর রহমান চৌধুরী টিকু ২০১৮ সালের ৪ জানুয়ারি ডেপুটি অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ পান। তার স্ত্রীসহ দুই পুত্রসন্তান রয়েছে।

এমএইচডি/আরএইচ