সরকারি জলমহাল ইজারা নিয়ে আদালতের আদেশ অমান্য করায় ভূমি মন্ত্রণালয় উপসচিব মো. তাজুল ইসলাম মিয়া ও কিশোরগঞ্জের জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ শামীম আলমকে তলব করেছেন হাইকোর্ট। আগামী ৩১ অক্টোবর তাদেরকে আদালতে হাজির হয়ে এ বিষয়ে ব্যাখ্যা দিতে বলা হয়েছে। 

বুধবার (২৯ সেপ্টেম্বর) তাদের বিরুদ্ধে আদালত অবমাননার আবেদনের শুনানি নিয়ে বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া ও বিচারপতি মো. কামরুল হোসেন মোল্লার হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

একইসঙ্গে তাদের বিরুদ্ধে কেন আদালত অবমাননার অভিযোগ আনা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন আদালত। এ রিটের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট ফারুক হোসেন। রাষ্ট্রপক্ষে ছিলেন সহকারী অ্যাটর্নি জেনারেল এমএমজি পায়েল।

এর আগে গত ১৭ জুন হাইকোর্ট এক রায়ে কিশোরগঞ্জের মাধাইনগর ধনী নদীর একটি জলমহাল শিংপুর-নাগরপুর মৎসজীবী সমবায় সমিতিকে ইজারা দেওয়ার নির্দেশ দিয়েছিলেন হাইকোর্ট। আদালতে এই আদেশ পালন না  করায় ভূমি মন্ত্রণালয় উপসচিব মো. তাজুল ইসলাম মিয়া ও কিশোরগঞ্জের জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ শামীম আলমের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা করা হয়।

এমএইচডি/ওএফ