নবীন আইনজীবীদের জন্য ব্লাজার প্রশিক্ষণ কর্মসূচি
চলতি বছরে বাংলাদেশ বার কাউন্সিল তালিকাভুক্তির চূড়ান্ত পরীক্ষায় উত্তীর্ণ হওয়ায় নবীন আইনজীবীদের পেশাগত উন্নয়ন এবং দক্ষতা বৃদ্ধিতে বাংলাদেশ ল অ্যান্ড জুরিস্ট অ্যাসোসিয়েশনের (ব্লাজা) পক্ষ থেকে প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করা হয়েছে।
শনিবার (১৩ নভেম্বর) ধানমন্ডির নিউক্যাসল ‘ল’ একাডেমির অডিটোরিয়ামে এটি অনুষ্ঠিত হয়।
বিজ্ঞাপন
অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সুপ্রিম কোর্ট বার আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল, ঢাকা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক মোসলেহ উদ্দিন জসিম ও ব্যারিস্টার অনিক আর হকসহ আরও অনেকে।
অনুষ্ঠানে প্রশিক্ষকরা বলেন, আইন পেশায় প্রথম অবস্থায় অধিক পরিশ্রম করতে হয়। কিন্তু সে তুলনায় আয় ও অন্যান্য সুযোগ সুবিধা কম। সেজন্য নবীন আইনজীবীদের ধৈর্য ধরতে হবে। এটি পারলে একদিন পরিশ্রম কম করেও সফলতা ভোগ করতে পারবেন।
বিজ্ঞাপন
এ সময় উপস্থিত ছিলেন ব্লাজার প্রতিষ্ঠাতা নাহিদুর রহমান নাহিদ। সঞ্চালনা করেন শফিউল আলম মাসুদ এবং অনুষ্ঠানের সার্বিক দায়িত্ব পালন করেন ব্যারিস্টার আশরাফ রহমান।
এছাড়াও অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ব্লাজার সাধারণ সম্পাদক এস এম আলামিন, রাহাত শাহরিয়ার, রাকিব নিশাত, যায়েদ হোসাইন, মাহিন, স্বর্ণা, মাহিম, নাজির রাফকাত, সাকিব, শান্ত, তাহমিনা সুমিসহ অন্যান্যরা।
টিএইচ/এমএইচএস