বগুড়ার এক মেয়রসহ বিএনপির ৪৬ নেতাকর্মীর জামিন
বগুড়া জেলার সান্তাহার পৌরসভার মেয়র তোফাজ্জল হোসেনসহ বিএনপির ৪৬ নেতাকর্মীর এক মাসের আগাম জামিন দিয়েছেন হাইকোর্ট। এক মাস পর তাদেরকে নিম্ন আদালতে আত্মসমর্পণ করতে বলা হয়েছে।
বুধবার (২৭ জানুয়ারি) তাদের আগাম জামিন আবেদনের শুনানি নিয়ে বিচারপতি হাবিবুল গনি ও বিচারপতি মো. রিয়াজ উদ্দিন খানের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ আদেশ দেন।
বিজ্ঞাপন
আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট আনিসুজজামান ও আজমল হোসেন খোকন।
পরে আইনজীবী আজমল হোসেন খোকন বলেন, তোফাজ্জল হোসেন বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীক নিয়ে গত ১৬ জানুয়ারি মেয়র পদে নির্বাচিত হন। পৌরসভা নির্বাচনের সময় প্রতিপক্ষের কার্যালয় ভাঙচুর করার অভিযোগ আনা হয় তার বিরুদ্ধে। এর পরে ওই ঘটনায় ৪৯ জনকে আসামি করে মামলা করা হয়। এ মামলায় আজ মেয়রসহ আসামিরা হাইকোর্টে হাজির হয়ে এক মাসের জামিন পেয়েছেন।
বিজ্ঞাপন
এমএইচডি/জেডএস