সোনা চোরাচালানের অভিযোগে বিমানবন্দর থানার দায়ের করা একটি মামলায় তিনজনকে ১৪ বছর করে কারাদণ্ডের আদেশ  দিয়েছেন আদালত।  

বৃহস্পতিবার (২৮ জানুয়ারি) ৬ষ্ঠ অতিরিক্ত ঢাকা মহানগর দায়রা জজ আদালতের বিচারক ফাতিমা ইমরোজ ক্ষণিকা এ রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন, আবু সালেহ, আনোয়ারুল আহসান ও আক্তারুজ্জামান। কারাদণ্ডের পাশাপাশি প্রত্যেকেকে ২০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে ১ মাসের কারাভোগের আদেশ দেন। আদালতের সংশ্লিষ্ট সূত্র ঢাকা পোস্টকে এসব তথ্য নিশ্চিত করেছেন।

২০১৮ সালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ৬২ কেজি সোনার বারসহ আবু সালেহ, আনোয়ারুল আহসান ও আক্তারুজ্জামানকে গ্রেপ্তার হন। পরে এ ঘটনায় বিমানবন্দর থানায় মামলা দায়ের করা হয়।

টিএইচ/এনএফ