রাজধানীর বিমানবন্দর এলাকা থেকে এক কোটি ১৬ লাখ ভারতীয় রুপি পাচারের মামলায় রিপন হোসেন (৩২) নামে এক যুবকের যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। 

রোববার (৩১ জানুয়ারি) ঢাকার ৬ষ্ঠ অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতের বিচারক ফাতিমা ইমরোজ ক্ষণিকা এ রায় ঘোষণা করেন। কারাদণ্ডের পাশাপাশি তাকে এক লাখ টাকা জরিমানা, অনাদায়ে আরও দুই মাসের কারাদণ্ডের আদেশ দেন আদালত।

আদালতের সংশ্লিষ্ট সূত্র ঢাকা পোস্টকে এ তথ্য নিশ্চিত করেছে।

সূত্র জানায়, এদিন আসামি রিপনকে কারাগারে থেকে আদালতে হাজির করা হয়। রায় ঘোষণা শেষে সাজা পরোয়ানা দিয়ে তাকে কারাগারে পাঠানো হয়েছে।

মামলার অভিযোগ বলা হয়, ২০১৫ সালের ২৪ আগস্ট হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাই থেকে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে লাগেজের মধ্যে কম্বলে ভাঁজে ভাঁজে জড়িয়ে ১ কোটি ১৬ লাখ ভারতীয় রুপি নিয়ে আসে আসামি রিপন। এরপর সেই লাগেজ ফেলে চলে যান। পরে বিমান কর্তৃপক্ষ বেনামি লাগেজগুলো নিলামে তোলার জন্য প্রস্তুতি নেয়। ওই সময় লাগেজের এক কর্মকর্তা ভারতীয় রুপি দেখতে পান। যা বাংলাদেশি টাকায় ১ কোটি ২৭ লাখ ৬০ হাজার টাকার সমান। এ ঘটনায় যাত্রী রিপনের বিরুদ্ধে অর্থপাচার আইনে বিমানবন্দর থানায় মামলা দায়ের করা হয়। এরপর ২০১৫ সালের ২২ নভেম্বর রিপনকে গ্রেপ্তার করা হয়।

২০১৬ সালের ১০ মার্চ রিপনকে একমাত্র আসামি করে মামলার তদন্ত কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) নূর আলম চার্জশিট দাখিল করেন। মামলায় ৮ জনের মধ্যে বিভিন্ন সময় ৭ জন সাক্ষ্য দেন।

টিএইচ/জেডএস