আইডিয়াল স্কুলের গভর্নিং বডির চেয়ারম্যানের কার্যক্রম স্থগিত
যুগ্ম সচিব আবু হেনা মোর্শেদ জামানের বিরুদ্ধে বিধি বহির্ভূতভাবে টানা চারবার আইডিয়াল স্কুল ও কলেজের গভর্নিং বডির চেয়ারম্যান থাকার কার্যক্রম স্থগিত করেছেন হাইকোর্ট। একইসঙ্গে তাকে পরপর চারবার গভর্নিং বডির চেয়ারম্যান নিয়োগ কেন অবৈধ ঘোষণা হবে না, তা জানতে চেয়েও রুল জারি করেছেন আদালত।
রোববার (২ জানুয়ারি) এক রিট আবেদনের প্রাথমিক শুনানি নিয়ে বিচারপতি এম. ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন।
বিজ্ঞাপন
আদালতে রিটের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট ইউনুছ আলী আকন্দ।
শিক্ষা মন্ত্রণালয় সচিব, ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান, ঢাকা শিক্ষা বোর্ডের কলেজ পরিদর্শক, আইডিয়াল স্কুল ও কলেজের গভর্নিং বডির চেয়ারম্যান ও যুগ্ম সচিব আবু হেনা মোর্শেদ জামান ও প্রতিষ্ঠানটির অধ্যক্ষকে এ রুলের জবাব দিতে বলা হয়েছে।
বিজ্ঞাপন
পরে ইউনুছ আলী আকন্দ বলেন, একই ব্যক্তি একই শিক্ষাপ্রতিষ্ঠানে টানা দুইবারের বেশি চেয়ারম্যান থাকতে পারবে না বলে সুপ্রিম কোর্টের রায়ে নির্দেশনা আছে। কিন্তু ওই ব্যক্তি ২০১৭ সাল থেকে টানা চারবার একই স্কুল ও কলেজের গভর্নিং বডির চেয়ারম্যান নিয়োগপ্রাপ্ত হন। যা আদালতের রায়ের সঙ্গে সাংঘর্ষিক।
তাই ওই প্রতিষ্ঠানের গভর্নিং বডির চেয়ারম্যান ও অধ্যক্ষকে রেজিস্ট্রি ডাকযোগে একটি আইনি নোটিশ পাঠানো হলেও তারা সেটি গ্রহণ করেননি। তাই প্রতিকার চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হলে আদালত রুলসহ আদেশ দিলেন।
এমএইচডি/জেডএস