ফরিদপুরের জমিদার ঈষান চন্দ্র সরকারের অর্পিত সম্পত্তি আত্মসাতের বিষয়ে দুর্নীতি দমন কমিশনকে (দুদক) কেন তদন্ত করতে নির্দেশ দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। একইসঙ্গে দুদককে আগামী তিন মাসের মধ্যে তদন্তের অগ্রগতি আদালতকে জানাতে বলা হয়েছে। রুল নিষ্পত্তির আগ পর্যন্ত এসব সম্পত্তির ওপর স্থিতাবস্থা জারি করেছেন আদালত।

বুধবার (১৯ জানুয়ারি) বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি জনাব মোস্তাফিজুর রহমানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন।

ফরিদপুর সদরের গোপালপুর ইউনিয়নের চেয়ারম্যান শহীদুল ইসলাম মঞ্জু একটি রিট আবেদন দায়ের করেন। আদালতে রিটকারীর পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির। দুদকের পক্ষে আইনজীবী ছিলেন ব্যারিস্টার সাজ্জাদ হোসেন। আগামী ১৯ এপ্রিল এই মামলা পরবর্তী শুনানির জন্য কার্যতালিকায় আসবে বলে জানান আইনজীবী।

এমএইচডি/আইএসএইচ