সিলেটের গোয়াইনঘাটে জমি নিয়ে দুই গ্রামের মধ্যে সংঘর্ষে দুজন নিহত হওয়ার মামলায় দুই আসামিকে জামিন দেননি হাইকোর্ট। দুই আসামি হলেন- ফয়েজ আহমেদ ও জামাল উদ্দিন।

বৃহস্পতিবার (৪ ফেব্রুয়ারি) বিচারপতি জাহাঙ্গীর হোসেন সেলিম ও বিচারপতি মো. বদরুজ্জামানের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। আদালতে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল ড. বশির উল্লাহ। আসামিপক্ষে ছিলেন আইনজীবী মো. আনোয়ার হোসেন।

পরে ডেপুটি অ্যাটর্নি জেনারেল বশির উল্লাহ জানান, তাদের জামিন আবেদন আরো তিনটি হাইকোর্ট বেঞ্চে খারিজ হয়েছে। কিন্তু সেসব তথ্য গোপন করে এ আবেদন করা হয়েছে। বিষয়টি নজরে আসায় আদালত ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। পাশাপাশি আসামিদের জামিন দেননি।

২০১৮ সালের ২৪ মার্চ সিলেটের গোয়াইনঘাটের সালুটিকর বাজার এলাকায় মিত্রিমহল ও বহর গ্রামের লোকজনের মধ্যে সংঘর্ষে দুজন নিহত ও ২০ জন আহত হয়। নিহত ব্যক্তিরা হলেন- মিত্রিমহল গ্রামের আবদুল জলিলের ছেলে আলী আহমদ (২৫) ও আজিজুল রহমানের ছেলে রুমেল আহমদ (৩০)। 

সালুটিকর বাজার এলাকায় মসজিদের জমি নিয়ে মসজিদের মোতাওয়াল্লি মিত্রিমহল গ্রামের আবদুস সোবহান, বহর গ্রামের জামাল উদ্দিন, ফখর উদ্দিন ও ফয়েজ আহমদের মধ্যে কথা কাটাকাটি হয়। এর জেরে দুই গ্রামের লোকজনের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। এতে এক পক্ষের ছোড়া গুলিতে আলী আহমদ ও রুমেল মারা যান। এ ঘটনায় দুই পক্ষের প্রায় ২০ জন আহত হন।

এমএইচডি/ওএফ