বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের চেয়ারম্যান লিয়াকত আলী লাকী ও ফেডারেশনের প্রচার সম্পাদক মাসুদ আলম বাবুকে আইনি নোটিশ পাঠানো হয়েছে।

রোববার (৬ ফেব্রুয়ারি) ফেডারেশনের সাধারণ সম্পাদক কামাল বায়েজিদকে পদ থেকে অব্যাহতির চিঠি প্রত্যাহারে তার আইনজীবী জ্যোতির্ময় বড়ুয়া এ নোটিশ পাঠান।

৭ দিনের মধ্যে কামাল বায়েজিদকে অব্যাহতির সিদ্ধান্ত প্রত্যাহার করতে বলা হয়েছে। অন্যথায় তিনি যথাযথ আইনগত ব্যবস্থা নেবেন বলে নোটিশে উল্লেখ করা হয়েছে।

২০১৮ সালের ৫ মে গ্রুপ থিয়েটার ফেডারেশনের ২৩তম ত্রিবার্ষিক জাতীয় সম্মেলনে ভোট শেষে ফলাফল ঘোষণা করা হয়। এতে সভাপতি নির্বাচিত হয়েছেন লোকনাট্য দলের (সিদ্ধেশ্বরী) লিয়াকত আলী লাকী এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন ঢাকা থিয়েটারের কামাল বায়েজিদ।

নোটিশে ২২ জানুয়ারি জাতীয় একটি দৈনিকে প্রকাশিত একটি প্রতিবেদনের কথা বলা হয়েছে। ওই প্রতিবেদনে বলা হয়, আর্থিক অনিয়ম, দুর্নীতি, অর্থ আত্মসাৎ ও সাংগঠনিক স্বেচ্ছাচারিতার অভিযোগে সাধারণ সম্পাদক কামাল বায়েজিদ ও অর্থ সম্পাদক রফিক উল্লাহ্ সেলিমকে অব্যাহতি দিয়েছে গ্রুপ থিয়েটার ফেডারেশন।

২২ জানুয়ারি সংগঠনের কেন্দ্রীয় পর্ষদের সভায় এই সিদ্ধান্ত হয়েছে বলে ফেডারেশনের প্রচার সম্পাদক মাসুদ আলম বাবু স্বাক্ষরিত এক চিঠিতে বলা হয়েছে।

এমএইচডি/এমএইচএস