ট্রাইব্যুনালের রেজিস্ট্রারের দায়িত্ব নিলেন মেছবাহ উদ্দিন
মানবতাবিরোধী অপরাধের বিচারের জন্য গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রেজিস্ট্রার হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন হবিগঞ্জের জেলা ও দায়রা জজ এম এল বি মেছবাহ উদ্দিন আহমেদ।
বুধবার (২৩ ফেব্রুয়ারি) সকালে তিনি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তার নিজ কার্যালয়ে আসেন ও দায়িত্ব গ্রহণ করেন। এ সময় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের ডেপুটি রেজিস্ট্রার অমিত কুমার দে, ডেপুটি রেজিস্ট্রার গৌতম মল্লিক, সিনিয়র ল রিসার্চ অফিসার শাহিন আক্তার, সিনিয়র ল রিসার্চ অফিসার শেখ সাদী রহমান ও তাহেরা আনোয়ার তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।
বিজ্ঞাপন
এর আগে গত ১০ ফেব্রুয়ারি মানবতাবিরোধী অপরাধের বিচারের জন্য গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের নতুন রেজিস্ট্রার হিসেবে নিয়োগ দেওয়া হয় মেছবাহ উদ্দিন আহমেদকে।
তাকে নিয়োগ দিয়ে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করে।
বিজ্ঞাপন
এমএইচডি/জেডএস//