মামনুন হাসান ইমন। সবাই তাকে চেনেন ইমন নামে। দেশের অন্যতম জনপ্রিয় অভিনেতা। সিনেমাপাড়ার ব্যস্ত এই অভিনেতা অসাধারণ অভিনয়ের জন্য পেয়েছেন বেশ কিছু পুরস্কারও। ঢাকা পোস্ট-কে তিনি জানিয়েছেন তার জীবনযাপনের নানা দিক। 

সকাল শুরু হয় কয়টায়?

- এটি আসলে পুরোটাই নির্ভর করে শুটিং-এর কলের ওপরে। যেদিন যখন শুটিং থাকে, সেই অনুযায়ী ঘুম থেকে উঠতে হয়। এমনিতেও চেষ্টা করি সকাল সকাল ঘুম থেকে ওঠার। 

সকালে উঠে প্রথম কাজ?

- সকালে উঠে আমার প্রথম কাজ হলো এক গ্লাস পানি পান করা। এরপর সময় থাকলে কিছুক্ষণ ওয়ার্কআউট করি। 

সকালের নাস্তায় কেমন খাবার থাকে?

- সকালের নাস্তায় অবশ্যই ডিম থাকে। তার সাথে রুটি, সবজি এবং অবশ্যই এককাপ কফি।

দুপুরে সাধারণত কী খেয়ে থাকেন?

- দুপুরে খুব বেশি ভারী খাবার খাই না। অল্প ভাত, মুরগির মাংস, মাছ, সবজি এসব খাই। শুটিংয়ের মজার মজার খাবার অল্প করে চেখে দেখি অনেক সময়। 

রাতের খাবারে কী খেতে পছন্দ করেন?

- রাতে আরও বেশি হালকা খাবার খেতে পছন্দ করি। বেশিরভাগ সময় রুটির সঙ্গে সবজি, অল্প মাংস বা এ ধরনের খাবার খাই।

তিনবেলা মূল খাবারের মাঝে অন্যকিছু খাওয়া হয় কি?

- সকাল ও দুপুরের খাবারে মাঝে সময় পেলে যেকোনো ধরনের ফল বা ফলের রস খাই। এছাড়া অনেক সময় মিটিং থাকলে সেখানে নাস্তা খাওয়া হয়। হতে পারে তা পিজ্জা, স্টেক বা এ ধরনের কিছু। 

প্রিয় খাবার?

- তেহারি, ইলিশ, খিচুড়ি, ডিমভাজা, নানারকম ভর্তাসহ বাঙালি খাবার বেশি প্রিয়। স্টেক খেতেও বেশি পছন্দ করি। 

পছন্দের পোশাক?

- ট্রাউজার- টিশার্ট পরতে বেশি স্বাচ্ছন্দ্যবোধ করি। জুতার মধ্যে কেডস ভালোলাগে। কোনো দাওয়াতে গেলে তার ধরন বুঝে পোশাক নির্বাচন করি। 

পছন্দের এক্সেসরিজ?

- অভিনয়ের প্রয়োজনে সংগ্রহে অনেকরকম এক্সেরিজ রাখতে হবে। যা কিনি, সবই পছন্দের। কারণ পছন্দ না হলে তা কিনি না। হতে পারে তা নামী কোনো ব্র্যান্ড কিংবা ব্র্যান্ডের বাইরের। 

প্রিয় রং?

- কালো, সাদা, নীল, গোলাপি।

শরীরচর্চার জন্য কতটা সময় বরাদ্দ রাখেন?

- সুযোগ পেলে জিমে গিয়ে বেশ খানিকটা সময় শরীরচর্চা করে থাকি। অন্তত দুই ঘণ্টা সময় জিমে কাটাই।

শখের কাজ?

- ঘুরে বেড়ানো। নতুন নতুন জায়গা এবং মানুষ সম্পর্কে জানা যায় ঘুরে বেড়ানোর মাধ্যমে। এছাড়া গান শুনতে বেশি পছন্দ করি। তবে গান শোনাটা শখ হলেও এখন রুটিনের পর্যায়ে চলে এসেছে। 

কোথায় ঘুরতে বেশি ভালোলাগে?

- নির্দিষ্ট কোনো জায়গা নেই। হতে পারে যেকোনো জায়গা। নতুন কোনো জায়গায় যেতে বেশি পছন্দ করি। 

কোন ইচ্ছা এখনও পূরণ হয়নি?

- ইচ্ছা কিংবা স্বপ্ন যা-ই বলুন তা হলো, এমন সব চরিত্রে অভিনয় করে যাওয়া যা মানুষ আজীবন মনে রাখবে। সব সময় মনের মতো চরিত্রের সন্ধানে থাকি।

কোন ধরনের বই পড়তে বেশি পছন্দ করেন?

-গোয়েন্দা কাহিনি পড়তে বেশি পছন্দ করি। সত্যজিৎ রায় ও হুমায়ূন আহমেদ আমার প্রিয় লেখক। 

অবসর কীভাবে কাটে?

- অবসর পেলে একটু দেরি করেই ঘুম থেকে উঠি। এরপর পরিবারের সঙ্গে সময় কাটানো, তাদের নিয়ে লং ড্রাইভে যাওয়া কিংবা বাইরে খাওয়া এগুলোই বেশি পছন্দ করি। 

কখন ঘুমাতে যান?

- ব্যস্ততার কারণে চাইলেও আগেভাগে ঘুমাতে যাওয়া সম্ভব হয় না। রাত বারোটা কিংবা একটার দিকে ঘুমাতে যাই। অনেক সময় তা দুইটার কাঁটাও পেরিয়ে যায়।

এইচএন/এএ