বইমেলায় এসেছে কল্যাণী সেনের দুই বই। একটি শিশু-কিশোর গল্পগ্রন্থ। নাম ‘সাত রঙা ভুবন’। অন্যটি ‘কনে দেখা আলো’ নামে গল্পের বই।

বই দুটি প্রকাশ করেছে ধ্রুবদ্যুতি প্রকাশনী। প্রকাশক অর্ণব সরকার। দুটি বইয়ের প্রচ্ছদ করেছেন লেখক নিজেই। 

‘সাত রঙা ভুবন’ বইয়ের অলঙ্করণ করেছেন সোমা চক্রবর্তী। এই বইটিতে রয়েছে ভিন্ন স্বাদের ১২টি গল্প। একটি গল্প বাবা দিবস নিয়ে। আরেকটি মা দিবসকে নিয়ে। আছে কয়েকটি কল্পবিজ্ঞান কাহিনি। রয়েছে মিষ্টি ভূতের কিছু গল্প। দেশপ্রেমের হৃদয়ছোঁয়া গল্পও আছে। বন্ধুর প্রতি সহমর্মিতা, ভাই-বোনের খুনসুটি, আবার খানিকটা গোয়েন্দাগিরির স্বাদও পাওয়া যাবে অন্যসব গল্পে। বইটির দাম ২০০ টাকা।

‘কনে দেখা আলো’র গল্পগুলো হাজার শব্দের মধ্যে সীমাবদ্ধ। আশপাশে দেখা মানুষজনই এই বইটির চরিত্র হয়ে উঠেছে। তারুণ্যে উচ্ছল বিশ্ববিদ্যালয়গামী অথবা বিশ্ববিদ্যালয় পেরোনো তরুণ-তরুণী থেকে শুরু করে মধ্যবয়স পেরিয়ে প্রৌঢ় বয়সে পা রাখা অনেকেই এসেছেন গল্পের চরিত্র হয়ে। গল্পগুলো পড়লে অনেকেই হয়তো নিজেকে খুঁজে পাবেন। বইটিতে মোট বিশটি গল্প সংকলিত করা হয়েছে। দাম ১৬০ টাকা।

অমর একুশে বইমেলায় বই দুটি পাওয়া যাচ্ছে বাউণ্ডুলে প্রকাশনীর স্টলে। স্টল নং-৬১৩।

এমএস/এইচকে/