অমর একুশে বইমেলায় প্রকাশিত হয়েছে আবু বকর সিদ্দিক নিবিড়ের প্রথম কবিতার বই ‘’নীলাঞ্জনা আর এক ফাগুন’। প্রকৃতি, প্রেম, জীবনের বাস্তবতা, প্রিয় স্থান, আনন্দ-বেদনা, স্বপ্নের কোনো মানবী বিষদ বিষয় দিয়ে সাজানো হয়েছে বইটি।

বইটির প্রকাশক মাহাদী আনাম, প্রচ্ছদ করেছেন শামীম আরেফীন। প্রকাশ করেছে ঘাসফুল প্রকাশনী। বইটির মূল্য রাখা হয়েছে ১৬০ টাকা।

বইটি সম্পর্কে নিবিড় বলেন, আমাদের আড্ডা, আনন্দ, বেদনার, গান-শিল্প, অনুভূতি জীবনের প্রতিটা পদক্ষেপের সাথে প্রিয় মানুষের অবদান থাকে। কিন্তু প্রকৃতি তার অন্য রূপ দেখিয়ে দেয়। বইটিতে কখনো ছন্দে, আবার কখনো মুক্ত আকাশে অথবা সাগরের নীল ঢেউয়ের সাথে তার চিত্রকল্পগুলো এঁকে দেওয়ার চেষ্টা করেছি।

ভালবাসা কখনো অতীত হয়না, সব সময় চিন্তাভাবনায় আমাদের মধ্যে বর্তমান হয়েই রয়ে যায়- এই কবিতাগুলো পড়লে হয়তো কেউ কিছুই খুঁজে পাবে না। আবার কেউ হয়তো তার নিজেকে খুঁজে পেতে পারেন।

তিনি বলেন, পাঠক যদি বইটির সাথে জীবনের মিল পেয়ে যান, তবে লেখাগুলোকে সার্থক বলে মনে করি।

এইউএ/এমএইচএস