শিল্পকলা একাডেমিতে শুরু হয়েছে তিন দিনব্যাপী ‘জাতীয় নৃত্যনাট্য উৎসব’। বুধবার (২০ জুলাই) শুরু হয়ে মাঝে ৩ দিনের বিরতি দিয়ে আগামী ২৪ ও ২৫ জুলাই হবে উৎসবের কার্যক্রম। 

বুধবার সন্ধ্যা ৬টায় একাডেমির জাতীয় নাট্যশালা মিলনায়তনে শুরু হয়েছে উৎসবটি। একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকীর সভাপতিত্বে উদ্বোধন অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন একাডেমির প্রযোজনা বিভাগের পরিচালক সোহাইলা আফসানা ইকো।

উদ্বোধনী অনুষ্ঠান শেষে শুরু হয় নৃত্যনাট্যের পরিবেশনা। প্রথম দিন সন্ধ্যায় তিনটি নৃত্যনাট্য ‘কবর’, ‘প্রসঙ্গ ৪৭’ এবং ‘চালিকা’ পরিবেশিত হয়। 

দীপা খন্দকারের গ্রন্থনা, নৃত্য পরিকল্পনা ও নির্দেশনায় মঞ্চস্থ হয় পল্লীকবি জসীম উদদীনের ‘কবর’ কবিতা অবলম্বনে নৃত্যনাট্য ‘কবর’। সাজু আহমেদের রচনা, সংগীত ও নৃত্য নির্দেশনায় এবং কথক নৃত্য সম্প্রদায়ের পরিবেশনায় অনুষ্ঠিত হয় ‘প্রসঙ্গ ৪৭’। সবশেষে অনিক বোসের পরিচালনায় পরিবেশিত হয় নৃত্যনাট্য ‘চালিকা’। এটি রবীন্দ্রনাথ ঠাকুরের রচনা। 

জেডএস