প্রতীকী ছবি

সম্প্রতি বিশ্ব সাহিত্যভবন প্রকাশনী থেকে প্রকাশিত হয়েছে অধ্যাপক ড. আতিউর রহমান-এর লেখা ‌‌‘নেতৃত্ব ও উন্নয়ন: গতিময় বাংলাদেশকে অভিবাদন’ শিরোনামের বইটি। 

এতে বাংলাদেশের উন্নয়ন অভিযাত্রা, বিভিন্ন সামষ্টিক-অর্থনৈতিক সঙ্কট মোকাবিলায় সাফল্য ও কল্যাণমুখী নেতৃত্বের অবদানের কথা তুলে ধরা হয়েছে।

এছাড়াও করোনা-জনিত অর্থনৈতিক ধাক্কা কাটিয়ে উঠতে না উঠতেই রুশ-ইউক্রেন যুদ্ধের কারণে বাংলাদেশের সামনে যে সামষ্টিক-অর্থনৈতিক চ্যালেঞ্জ হাজির হয়েছে, সেগুলো মোকাবিলার উপায় ও আগামীর সম্ভাবনাময় পথ-নকশা তুলে ধরা হয়েছে।

এক্ষেত্রে নেতৃত্বের ভূমিকা ওপর বেশ জোর দেয়া হয়েছে। অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন নিয়ে আগ্রহী পাঠক/গবেষক/বিভিন্ন পর্যায়ের নীতি-নির্ধারকদের জন্য বইটি নিশ্চয় ভাবনার খোরাক ও অনুপ্রেরণার উৎস হয়ে উঠতে পারে। 

বইটি সংগ্রহ করা যাবে বিশ্বসাহিত্য ভবন থেকে অথবা উন্নয়ন সমন্বয়ে যোগাযোগ করেও এটি সংগ্রহ করা যাবে।