তরুণ লেখিকা ওয়াকিলা তাবাসসুম মুমুর দুটি বই একুশে বইমেলায় প্রকাশ হয়েছে। তার একটি বই "জল, মাটি, অ্যাডাম ও ইভ "।  বই দুটি প্রকাশ করেছে অন্বেষা প্রকাশন। ক্লাইমেট চেঞ্জ/ জলবায়ু পরিবর্তন ও জেন্ডার এই বইয়ের মূল থিম। 

লেখিকা ওয়াকিলা তাবাসসুম মুমু বলেন, জলবায়ু পরিবর্তনের ভয়াল রূপ আমরা প্রতিনিয়ত ভোগ করি। গ্রামাঞ্চল হতে শুরু করে শহর, সুন্দরবন হতে ঢাকার কড়াইল বস্তি, বরিশাল, মংলা, পটুয়াখালী সমস্ত বাংলাদেশ। সমস্ত স্থানে বসবাসকারীদের উপর একে একে প্রকৃতি প্রতিশোধ নিচ্ছে। কিন্তু এর প্রভাব শুধু আমাদের জীবনে মানুষ হিসেবে নয়,- জেন্ডারভেদে এর প্রভাব মারাত্বকভাবে বিস্ময়কর। নারীপুরুষ ভিন্নভাবে উপলব্ধি করেন ক্লাইমেট চেঞ্জ। বইয়ে শুধু তাত্ত্বিক আলোচনাই নেই, রয়েছে বাস্তব অভিজ্ঞতার সম্মুখীন নানা অবস্থাও। বইয়ে যেমন আলোচনা করা হয়েছে পরিবেশ ও জেন্ডারের আন্তঃসম্পর্ক নিয়ে, তেমনি বৈশ্বিক প্রবণতা, ইকোফেমিনিজম, প্রযুক্তি-পরিবেশ, ভূমি অধিকার বৈষম্য, বস্তি, ক্লাইমেট স্মার্ট শহর নিয়েও।

জল, মাটি, অ্যাডাম ও ইভ বইটি বইমেলায়  অন্বেষা প্রকাশনীর ৭০৯-৭১০-৭১১-৭১২ নম্বর স্টলে পাওয়া যাচ্ছে।

বইমেলায় এসেছে তার আরেকটি বই'হয় ঈশ্বরী নয় বেশ্যা। বারোমাসি প্রকাশনী এই কবিতার বইটি প্রকাশ করেছে।

বই সম্পর্কে লেখিকা বলেন, এই কবিতার বইটার একটা গভীর কনটেক্সট আছে। এটা মূলত বাংলাদেশের বানিশান্তা যৌনপল্লির ঈশ্বরীদের জীবন হতে ইন্সপায়ার হতে লেখা। উৎসর্গও করা তাদেরই। জেন্ডার নিয়ে কাজ করতে গিয়েই বানিশান্তা যাওয়া পরে যা বাংলাদেশের মংলায় অবস্থিত; ছোট একটা দ্বীপে চোখে নীল জল নিয়ে পশুর নদীর অন্তরে এই ঈশ্বরীদের বাস। বোকা সমাজ বোঝেনা ফারাক ঈশ্বরী ও বেশ্যার। বইমেলায় বারোমাসি প্রকাশনীর ৭৮ নম্বর স্টলে পাওয়া যাচ্ছে বইটি।

লেখিকা ওয়াকিলা তাবাস্সুম মুমু জেন্ডার এন্ড ইনক্লুসিভিটির উপর ন্যাশনাল, ইন্টারন্যাশনাল ট্রেইনিং প্রাপ্ত, নিজেও ট্রেইনার। তিনি রিসেন্ট রেমাল রেস্পন্সের একটা প্রজেক্টে চষে বেরিয়েছেন খুলনা, মংলা, সুন্দরবন, বাগেরহাট, পটুয়াখালী। পড়াশোনা করেছেন,ডেভলপমেন্ট স্টাডিজ ও বিজনেস ম্যানেজমেন্ট এ। বর্তমানে প্রফেশনাল জীবনের পাশাপাশি পড়ছেন ল'।

এমএইচডি/এমএসএ