বইমেলায় জিয়া সাঈদের ‘জলছাপে মায়া’
চিকিৎসক ও কবি জিয়া সাঈদের কাব্যগ্রন্থ ‘জলছাপে মায়া’ অমর একুশে বইমেলা-২০২৫ এ প্রকাশিত হয়েছে। বইটি কবি জিয়া সাঈদের ৬ষ্ঠ কাব্যগ্রন্থ।
কবি জিয়া সাঈদ পেশায় একজন চিকিৎসক। পেশা চিকিৎসা হলেও তার নেশা কবিতা। শিক্ষাজীবন থেকেই কবিতা-আবৃত্তির হাতেখড়ি। পেশাগত-ব্যক্তিগত ব্যস্ততার মধ্যেও সমাজ-প্রকৃতির নানা বিষয় নিয়ে লিখতেন কবিতা। তার লেখা কবিতাগুলো বইয়ের মলাটবন্দির শুরুটা কয়েক বছর আগে থেকে। জিয়া সাঈদের কবিতার অন্যতম বড় বৈশিষ্ট্য প্রাণসঞ্চারতা।
বিজ্ঞাপন
নিজের প্রকাশিত বই সম্পর্কে কবি জিয়া সাঈদ বলেন, ‘আমি পেশায় চিকিৎসক হলেও আমার কবিতার প্রতি বরাবরই ঝোঁক রয়েছে। আমি কবিতা পড়তে ও লিখতে পছন্দ করি। যদিও এখন মানুষ কবিতা পড়তে বেশি আগ্রহ দেখায় না, তবে আমি ভালো সাড়া পাচ্ছি। কবিতা পাঠক ও আমার শুভাকাঙ্ক্ষীরা অমর একুশে বইমেলায় এসে তাদের পছন্দের বই সংগ্রহ করবেন। বই পড়বেন এটাই লেখক-কবিদের বড় আনন্দ-প্রাপ্তি।’
কাব্যগ্রন্থটি বইমেলার গল্পকার প্রকাশনী থেকে প্রকাশিত হয়েছে। প্রচ্ছদ করেছেন ধ্রুব এষ। বইটির মুদ্রিত মূল্য ২০০ টাকা। চলমান বইমেলায় সোহরাওয়ার্দী উদ্যানে গল্পকার স্টল থেকে পাঠকরা বইটি ১৫০ টাকায় সংগ্রহ করতে পারবেন।
বিজ্ঞাপন
চিকিৎসা-কবিতার পাশাপাশি তাঁর জীবনের অন্যতম অনুষঙ্গ ফুটবল। পঞ্চাশোর্ধ্ব বয়সেও তিনি প্রতিদিন বিকেলে ফুটবল খেলেন। রাজধানী ঢাকার খিলগাঁও তিলপাপাড়া এলাকায় প্রতিদিন বিকেলে ফুটবল খেলার সংস্কৃতি দেড় যুগ আগে তার মাধ্যমে গড়ে উঠেছে। এই খেলার মাধ্যমে এই এলাকার অনেক তরুণ জাতীয় স্কুল ফুটবল, যুব দল ও বিভিন্ন ক্লাবেও খেলেছেন।
এজেড/এনএফ