কবি মীর রবি

তরুণ কবি মীর রবি মুখোমুখি হচ্ছেন পাঠক-পাঠিকার। শনিবার (২৬ জুন) রংপুরের লালবাগে ‘বইতরঙ্গ’ মুখরিত হবে লেখক-পাঠক আলাপনে। বিকেল ৩টায় ‘বুক সাইনিং ডে’ শীর্ষক আয়োজনে তরুণ এই কবি কবিতা শোনাবেন। 

আড্ডায় রবি তার কবিতা নিয়ে পাঠকের মতামত শুনবেন। থাকবে অটোগ্রাফ এবং ফটোগ্রাফ পর্ব। কবি মীর রবি বলেন, বই বিপণন প্রতিষ্ঠান বইতরঙ্গের এ আয়োজন লেখক-পাঠকের মুখোমুখি ভাব বিনিময়ের জন্য। 

‘সিটি-আনন্দ আলো সাহিত্য পুরস্কার ২০১৮’ ও  ‘বেহুলাবাংলা বেস্টসেলার বুক অ্যাওয়ার্ড ২০১৯’ প্রাপ্ত এই কবির প্রকাশিত কবিতার বই চারটি। ‘অ্যাকোয়ারিয়ামে মহীরুহ প্রাণ’, ‘ইরেজারে আঁকা ব্ল্যাক মিউজিক’, ‘ক্রস মার্কার’ ও ‘বুড়িগঙ্গা যহন কফিনে ঢুইকা যায়’ বই চারটি কবিতাপ্রেমীদের সেলফে বিশেষ জায়গা করে নিয়েছে।

‘ইরেজারে আঁকা ব্ল্যাক মিউজিক’ পাঠ উৎসবে কবি গৌরাঙ্গ মোহান্ত, শিক্ষাবীদ অধ্যক্ষ নজরুল ইসলাম হক্কানী, কবি মীর রবি, বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি ও কথাসাহিত্যক আনিসুল হক

তিনি কবিতার প্রকরণ, ব্যাকরণ ও প্রাঞ্জলতার পাশাপাশি সামঞ্জস্য মিথের শব্দগভীর ব্যবহার ও উত্তরাধুনিক কবিতা কাঠামো নির্মাণের জন্য সুনাম অর্জন করেছেন।

অনলাইন সাহিত্য পত্রিকা ‘ককপিট’র সম্পাদনা করছেন মীর রবি। বিভিন্ন সময়ে গণমাধ্যমে ফিচার বিভাগেও কাজ করেছেন তিনি।

এইচকে