গ্রন্থমেলায় আসছে রাশেদের ‘মীরাক্কেল এক্সপ্রেস’
অনেকেই আগ্রহ নিয়ে জানতে চান মীরাক্কেলের অডিশন, গ্রুমিং, শুটিংসহ ভেতর-বাইরের নানা গল্প। জানতে চান কলকাতায় অবস্থানকালে ঘটে যাওয়া অপ্রকাশিত মজার কোনো ঘটনা সম্পর্কে। এসব প্রশ্নের সাবলীল কৌতূহলের উত্তর মিলবে মীরাক্কেল এক্সপ্রেসে।
বইটির লেখক আফনান আহমেদ রাশেদ ছিলেন মীরাক্কেল সিজন টেনের অন্যতম ফাইনালিস্ট। তিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের থিয়েটার বিভাগে অধ্যয়নরত। পেশাগত জীবনে স্ট্যান্ড আপ কমেডিয়ান ও স্ক্রিপ্ট রাইটার।
বিজ্ঞাপন
বইটি সম্পর্কে লেখক আফনান আহমেদ রাশেদ বলেন, আমার প্রথম বই হওয়ায় একটু কৌতূহল কাজ করছে। তবে বইটি নিয়ে আমি আশাবাদী। নিজেকে নিয়ে ভিন্নভাবে স্বপ্ন দেখি। বইটি আমার স্ট্যান্ড আপ কমেডির ক্যারিয়ারে স্মৃতি হিসেবে থাকবে। ভবিষ্যতে টেলিভিশনের পর্দায় ও বইয়ের পাতায় নিজের আরো সৃষ্টিশীল কাজ নিয়ে সক্রিয় থাকবেন বলে জানান তিনি।
তিনি বলেন, লেখকের মীরাক্কেলের মঞ্চে বাংলাদেশের প্রতিনিধিত্ব করার গল্প, অভিজ্ঞতা, মীরাক্কেলের বিভিন্ন খুঁটিনাটি- আদ্যোপান্ত, কলকাতা ও মীরাক্কেল জার্নির কিছু স্মৃতি জড়ানো ছবি এবং পাঠকদের জন্য বেশকিছু মজার জোকস এ বইয়ে থাকছে।
বিজ্ঞাপন
বইটি সম্পর্কে প্রকাশক নাফিজুল ইসলাম সাব্বি বলেন, যারা স্ট্যান্ড আপ কমেডি পছন্দ করেন, কিংবা মীরাক্কেল পছন্দ করেন তাদের জন্য একটি দারুন বই মীরাক্কেল এক্সপ্রেস। শিখা প্রকাশনী থেকে বইটি বেরোচ্ছে। এটি ফুল অব এন্টারটেইনমেন্ট প্যাকেজ। পাঠকদের ভালো লাগবে আশা করি। বিভিন্ন অনলাইনে প্লাটফর্মের মাধ্যমে সংগ্রহ করার সুযোগ থাকছে।
মীরাক্কেল ভারতের একটি জনপ্রিয় টেলিভিশন রিয়েলিটি অনুষ্ঠান। জি বাংলায় প্রচারিত এই কৌতুকাশ্রয়ী রিয়েলিটি শোর উপস্থাপক মীর। ২০০৬ সালে শুরু হওয়া অনুষ্ঠানটি ভারত, বাংলাদেশহ পৃথিবীর অন্যান্য দেশের বাংলা ভাষার মানুষের অন্যতম জনপ্রিয় অনুষ্ঠান হিসেবে স্থান করে নিয়েছে।
এমটি/আরএইচ