ইয়ুথ জার্নালিস্টস ফোরামের কমিটি গঠন
ইয়ুথ জার্নালিস্টস ফোরাম বাংলাদেশের (ওয়াইজেএফবি) কার্যনির্বাহী কমিটি ২০২২-২৪ গঠন করা হয়েছে। বুধবার (২০ জুলাই) রাজধানীর বিজয় নগরের ইস্টার্ন আরজু টাওয়ারে এক সাধারণ সভায় এ কমিটি গঠন করা হয়।
এতে বাসসের তানভীর আলাদিন সভাপতি ও মহিউদ্দিন কাদেরকে সাধারণ সম্পাদক করে ৫১ সদস্য বিশিষ্ট কমিটির নাম ঘোষণা করেন কমিটির সভাপতি নিজেই।
বিজ্ঞাপন
কমিটির অন্যান্যরা হলেন- সহ-সভাপতি পদে আলী ইমাম সুমন (আমাদের সময়), ড. জ্যোস্না লিপি বিশ্বাস (সরাসরি), আবদুল্লাহ আল মাহমুদ মীম (আমার বার্তা), এ. কে. আজাদ (ভয়েস অব ঢাকা), অমিতাভ রহমান (ডিবিসি টিভি), তাসলিমা পারভীন (ঢাকামেইল)। যুগ্ম–সম্পাদক পদে আউয়াল চৌধুরী (একুশে টিভি), সুমন মোস্তফা (নিউজ-জি), জাওহার ইকবাল খান (ভোরেরপাতা), সৈয়দ এলতেফাত হোসেন (বাসস), আলম শামস (ইনকিলাব), সৈয়দ সাখাওয়াত হোসেন মিশু (ঢাকাপোস্ট), কোষাধ্যক্ষ পদে হাবিবুর রহমান বাবু (মাতৃভূমির খবর), সাংগঠনিক সম্পাদক পদে নির্মল কুমার বর্মন (সময়ের আলো), দপ্তর সম্পাদক পদে মো. ইসরাফিল হোসাইন (জাগো নিউজ), প্রচার সম্পাদক পদে রফিকুল ইসলাম (দ্য বিজনেস পোস্ট), বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক পদে মো. আনোয়ার হোসেন (আবাস), আইন বিষয়ক সম্পাদক পদে মাসুম আহাম্মদ (সাপ্তাহিক শিকড় সন্ধানে), আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক পদে এস এম মিজান (ভোরের কাগজ), নারী উন্নয়ন সম্পাদক সালমা আফরোজ (আলোকিত বাংলাদেশ), যুব ও প্রশিক্ষণ সম্পাদক জাকির হুসাইন (আজকালের খবর), তথ্য ও যোগাযোগ প্রযুক্তি সম্পাদক সুফি ইমরান (বাসস), সংস্কৃতি ও বিনোদন সম্পাদক এস এম মুন্না মিয়া (নয়াশতাব্দী), সমাজকল্যাণ সম্পাদক তাহমিনা ইসলাম তালুকদার (বাসস), শিক্ষা ও গবেষণা সম্পাদক এস.এম. মাসুদ রানা (দ্যা মর্নিং গ্লোরি), আপ্যায়ন সম্পাদক মোহাম্মদ আবু হানিফ (সমাচার), পরিবেশ বিষয়ক সম্পাদক এমরুল হাসান বাপ্পী (ডেইলি স্টার), সাহিত্য ও প্রকাশনা সম্পাদক সিদ্ধার্থ শংকর ধর (সরাসরি)।
এছাড়া নির্বাহী সদস্য হিসেবে আছেন- হাসান মাহমুদ (রাইজিং বিডি), সাজু আহমেদ (জনকণ্ঠ), এম. নজরুল ইসলাম (বাংলাদেশের খবর), একরামুল ইসলাম বিপ্লব (বনিকবার্তা), হুমায়ূন কবির তমাল (আজকের পত্রিকা), গোলাম রাব্বানি বিকাশ (নিউ নেশন), গোলাম সামদানি (সারাবাংলাডটনেট), রাকিব উদ্দিন (সংবাদ), নারগিস কবির লিন্ডা (ডেইলি ট্রাইব্যুনাল), এস এম এ কালাম (বাংলানিউজ২৪ডটকম), এম. জহিরুল ইসলাম (বাংলাদেশের খবর), মো. রাশিম মোল্লা (মানবজমিন), আরিফুর রহমান (আজকালের খবর), সালেহীন বাবু (বাংলাদেশের খবর),
শেখ মু. শিমুল (আরটিভি, মুন্সীগঞ্জ), নাজমুল হক শামীম (মানবজমিন), ইউসুফ আলী বাচ্চু (ভোরের পাতা), রফিকুল ইসলাম ( জনকন্ঠ), শিবলী নোমানী (ইত্তেফাক), শরফুল আলম ( এটিএন বাংলা), আরিফুল ইসলাম (নিউজ ২৪. কম) ও আবুল বারাকাত (ভোরের পাতা)।
বিজ্ঞাপন
এর আগে মহিউদ্দিন কাদেরের সঞ্চালনায় তানভীর আলাদিনের সভপতিত্বে সভায় বক্তৃতা করেন- একে আজাদ, জাওয়ার ইকবাল খান, আউয়াল চৌধুরী, মাসুম আহমেদ, এস এম মিজান, আবদুল্লাহ আল মাহমুদ মীম, আলম শামস, নির্মল কুমার বর্মন, সৈয়দ সাখাওয়াত হোসেন (মিশু), হাবিবুর রহমান বাবু, রফিকুল ইসলাম, মো. ইসরাফিল হোসাইন, সুমন মোস্তফা ও মুহম্মদ আবু হানিফ প্রমুখ।