জাগরণী টিভির নামে জেলা উপজেলায় সংবাদকর্মী নিয়োগ দিয়ে অর্থ আত্মসাত এবং গণমাধ্যমকর্মী ও কর্মচারীদের বেতন না দিয়ে অফিস বন্ধ করে পলাতক থাকার অভিযোগ উঠেছে টিভির এমডি শাহীন আলম স্বপনের বিরুদ্ধে। অবিলম্বে তার গ্রেপ্তার ও শাস্তির দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা। 

মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধনে ভুক্তভোগী সংবাদকর্মী ও কর্মচারীরা এ অভিযোগ ও দাবি করেন।

মানববন্ধনে ভুক্তভোগী জাগরণী টিভির ভিডিও এডিটর রবিউল হোসাইন তৌফিক বলেন, ‘আমরা পরিবার নিয়ে ভীষণ অসহায় অবস্থায় দাঁড়িয়েছি। গণমাধ্যমকে পুঁজি করে প্রতারণা, মিথ্যা ও ঠকবাজি করে জাগরণী টিভির নাম দিয়ে সারা দেশে জেলা, উপজেলায় সাংবাদিক নিয়োগের নামে কোটি কোটি টাকা চাঁদাবাজি করেছেন শাহীন আলম স্বপন।’

‘এছাড়া অফিস নিয়ে প্রায় অর্ধশত কর্মচারী ওই অফিসে নিয়োগ দিয়েছে। কার্যক্রম চলা অবস্থায় কর্মচারীদের বেতন ভাতা না দিয়ে অনেককে বিনা কারণে ছাঁটাই করেছে।’ 

‘প্রতি মাসে বিভিন্ন টালবাহানা করে কারোরই নিয়মিত বেতন ভাতা দিতেন না। কেউ বেতন চাইলে রুমের দরজা বন্ধ করে ভীষণ মারধর করত। ভয়ে এবং মান সম্মানের কারণে কেউ মুখ খুলতেন না। একেক জনের প্রায় দশ মাসের বেতন ভাতা আটকে রেখেছে। কর্মকর্তা ও কর্মচারীরা ঈদের আগে বেতন চাইলে পরদিন দেওয়ার আশ্বাস দেয়। পরে সবাই অফিস থেকে চলে গেলে রাতে অফিসে তালা লাগিয়ে পালিয়ে যায়।’

অতি দ্রুত অভিযান চালিয়ে শাহীন আলম স্বপনকে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান মানববন্ধনকর্মীরা।

এ সময় মানববন্ধনে উপস্থিত ছিলেন ভুক্তভোগী মো. কামাল হোসেন, সুমন মিয়া, শরীফ আহমেদ প্রমুখ।

আইবি/এমএ