সংবাদপত্রের স্বাধীনতা এবং সাংবাদিকদের যেকোনো ধরনের আঘাত বা প্রতিহিংসার আশঙ্কা ছাড়াই দায়িত্ব পালন করতে দেওয়ার আহ্বান জানিয়েছে সুইজারল্যান্ড।

বুধবার (২ নভেম্বর) সাংবাদিকদের বিরুদ্ধে অপরাধের দায়মুক্তি অবসানে আন্তর্জাতিক দিবস উপলক্ষে এক বার্তায় এ আহ্বান জানায় ঢাকাস্থ সুইস দূতাবাস।

দূতাবাসের বার্তায় বলা হয়, সুইজারল্যান্ড দৃঢ়ভাবে বিশ্বাস করে যে স্বাধীন ও বস্তুনিষ্ঠ সংবাদমাধ্যম সমাজকে সামনের দিকে নিয়ে যায় এবং নিষ্ঠার সঙ্গে রাজনীতি, মানবাধিকার বা আর্থ-সামাজিক বিষয়গুলোর ওপর জনমত সৃষ্টি করতে ভূমিকা পালন করে।

সাংবাদিকদের যেকোনো ধরনের আঘাত এবং প্রতিহিংসার আশঙ্কা ছাড়াই তাদের দায়িত্ব পালন করতে দিতে হবে। আমরা সংবাদপত্রের স্বাধীনতা এবং সাংবাদিকদের সুরক্ষার জন্য আমাদের অবস্থান পুনর্ব্যক্ত করছি।

এনআই/এমএ