কূটনৈতিক সাংবাদিকতার অন্যতম পথিকৃৎ ছিলেন হাসান শাহরিয়ার

হাসান শাহরিয়ার

জাতীয় প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক ইত্তেফাকের সাবেক নির্বাহী সম্পাদক হাসান শাহরিয়ারের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে)।

শনিবার (১০ এপ্রিল) এক শোক বার্তায় বিএফইউজের সভাপতি মোল্লা জালাল ও ভারপ্রাপ্ত মহাসচিব আবদুল মজিদ বলেন, মেধাবী ও প্রতিভাবান সাংবাদিক হাসান শাহরিয়ার ছিলেন মুক্তিযুদ্ধের সপক্ষের সাংবাদিকদের শক্তি। তিন বাংলাদেশ কূটনীতিক সাংবাদিকতার অন্যতম পথিকৃৎ ছিলেন।

বিএফইউজের নেতারা বলেন, হাসান শাহরিয়ার ছিলেন আলোকবর্তিকাতুল্য একজন অভিভাবক। যাকে সাংবাদিক সমাজ দুঃসময়ে কাছে পেয়ে প্রতিকূল পরিস্থিতি মোকাবিলার শক্তি সঞ্চয় করতে পারত। তার মৃত্যুতে সাংবাদিক সমাজের অপূরণীয় ক্ষতি হলো।

 মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন বিএফইউজে'র সভাপতি মোল্লা জালাল ও ভারপ্রাপ্ত মহাসচিব আবদুল মজিদ। মরহুমের শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান নেতারা।

কূটনৈতিক সাংবাদিকতার অন্যতম পথিকৃৎ সাংবাদিক হাসান শাহরিয়ার দৈনিক ইত্তেফাকের পাশাপাশি আন্তর্জাতিক সাময়িকী নিউজ উইক, আরব নিউজ, ডেকান হ্যারাল্ডসহ বিভিন্ন পত্রিকায় বাংলাদেশের প্রতিনিধি ছিলেন।

এনএম/ওএফ