বেসরকারি টেলিভিশন চ্যানেল ৭১ টিভির অ্যাসোসিয়েট নিউজ প্রডিউসার রিফাত সুলতানা করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন। শুক্রবার (১৬ এপ্রিল) বিকেল পাঁচটার দিকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে মারা যান তিনি। সন্তানসম্ভবা অবস্থায় ১০ দিন তিনি করোনার সঙ্গে লড়াই করেছেন। আজ (শুক্রবার) সকালে তার সন্তানের জন্ম হয়।

প্রয়াত রিফাতের পারিবারিক সূত্রে জানা গেছে, রিফাত সুলতানার মরদেহ রাজধানীর মোহাম্মদপুরের আল-মারকাজুলে গোসল করানো হবে। সেখান থেকে রাত ৯টার পর প্রয়াতের মরদেহ নিয়ে যাওয়া হবে তারই কর্মস্থল একাত্তর টেলিভিশনের বারিধারার অফিস প্রাঙ্গণে। শনিবার (১৭ এপ্রিল) বাদ ফজর মিরপুরের শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে দাফন হবে। মরদেহ রাতে বনশ্রীর বাসায় থাকবে।

পারিবারিক সূত্রে আরও জানা গেছে, রিফাতের শ্বশুর-শাশুড়িও করোনা আক্রান্ত ছিলেন। তারা চিকিৎসা নিয়েছেন। করোনা নেগেটিভ হওয়ায় আপাতত বাসায় আছেন।

৭১ টিভির প্রযোজক মাজহারুল মাসুম ঢাকা পোস্টকে বলেন, ‘বিকেলে তার মৃত্যুর সংবাদ পেয়েছি। এটি একেবারেই অনাকাঙ্ক্ষিত ঘটনা। এমন মৃত্যু মেনে নেওয়া যায় না। সকালে তার সন্তানের জন্ম হয়েছে। এছাড়া রিফাতের স্বামীও করোনায় আক্রান্ত।’

রিফাতের সহকর্মী ও বন্ধু তারেক হাসান ঢাকা পোস্টকে জানান, রিফাতের যমজ দুটো সন্তান রয়েছে। তাদের বয়স প্রায় দুই বছর। আজ সকালে ইমপালস হাসপাতালে রিফাতের কন্যা সন্তানের জন্ম হয়েছে। সদ্যজাত সন্তানের অবস্থাও ভালো নয়। এ কারণে সকালেই তার কন্যা সন্তানকে এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়। তাকে বিশেষভাবে চিকিৎসা দেওয়া হচ্ছে। 

তিনি জানান, প্রয়াত রিফাতের স্বামী নাজমুল ইসলাম করোনায় আক্রান্ত হওয়ার পর কয়েকদিন ধরে মুগদা হাসপাতালে ভর্তি আছেন। রিফাতের এমন মৃত্যুতে পরিবার শুধু নয়, তার সহকর্মীরাও শোকাহত।

পিএসডি/ওএফ