আল্টিমেটাম দিয়েও বকেয়া বেতন-ভাতা না পেয়ে আজ (বুধবার) কার্যালয়ের সামনে অবস্থান নেবেন দৈনিক ডেসটিনি পত্রিকার সাংবাদিক-কর্মচারীরা।

দৈনিক ডেসটিনির সাবেক সাংবাদিক-কর্মচারী সমন্বয় পরিষদের ব্যানারে বুধবার (১০ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টায় বিজয় নগর সাহারা টাওয়ারের কার্যালয়ের সামনে অবস্থান নেবেন সাবেক ১০২ জন সাংবাদিক ও কর্মচারীরা।

এমন অবস্থায় অবহিতকরণ এবং যথাযথ ব্যবস্থা নেওয়ার অনুরোধে ডিএমপি কমিশনার বরাবর চিঠি দিয়ে ঘোষিত অবস্থান কর্মসূচি পালন নির্বিঘ্ন করতে পুলিশের সহযোগিতা চেয়েছেন প্রতিষ্ঠানটির সাংবাদিক ও কর্মচারীরা।

চিঠিতে উল্লেখ করা হয়, ‘দৈনিক ডেসটিনি’ পত্রিকার প্রকাশক ও সম্পাদক মো. রফিকুল আমীনের কাছে আমরা বিভিন্ন মেয়াদের আমাদের বেতন-ভাতা বকেয়া রয়েছে। অত্যন্ত দুঃখজনক হলেও সত্যি যে, আমাদের যাবতীয় পাওনা এখনো পরিশোধ করা হয়নি। জেলে থাকা অবস্থায় আমাদের সাময়িক পাওনা পরিশোধের জন্য তার পক্ষ থেকে তিনটি চেক দেওয়া হয়েছিল। এর মধ্যে একটি চেকের টাকা পাওয়া গেলেও অন্য দুটি চেকের টাকা পাওয়া যায়নি। বারবার টাকা পরিশোধ করার কথা স্বীকার করলেও তিনি এ ব্যাপারে কার্যকর কোনো উদ্যোগ নেননি।

এতে আরও বলা হয়, ১৫ জানুয়ারি (২০২৫) তিনি জেল থেকে মুক্তি পান। পরবর্তীতে গত ২৭ জুলাই আমরা তার সঙ্গে বৈশাখী টেলিভিশনে দেখা করে বকেয়া বেতন-ভাতার দাবি করি। তিনি অবিলম্বে তা দেওয়ার আশ্বাস দিয়েছিলেন। কিন্তু দীর্ঘ সময় অতিক্রম হলেও বকেয়া পরিশোধের কোনো উদ্যোগ নেননি। পরবর্তীতে নিরুপায় হয়ে গত ১২ নভেম্বর তাকে একটি চিঠির মাধ্যমে আমাদের পাওনা বেতন-ভাতা দেওয়ার জন্য আল্টিমেটাম দিয়েছিলাম। কিন্তু এই চিঠি পাওয়ার পরও তিনি আমাদের পাওনা পরিশোধের কোনো ধরনের উদ্যোগ নেননি। এ জন্য আজ (বুধবার) বেলা সাড়ে ১১টার সময় আমরা বকেয়া বেতন-ভাতা আদায়ের জন্য দৈনিক ডেসটিনি পত্রিকার কার্যালয়ের সামনে অবস্থান নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি।

চিঠির শেষে উল্লেখ করা হয়, দৈনিক ডেসিটিনি পত্রিকা কার্যালয়ের সামনে যাতে শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি পালন করতে পারি, সে ব্যাপারে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) সার্বিক সহযোগিতা কামনা করছি।

জেইউ/বিআরইউ