সাংবাদিকতায় এআই ব্যবহার নিয়ে ডিআরইউতে দুদিন ব্যাপী কর্মশালা শুরু
প্রথম দিনের সেশনে প্রশিক্ষণ দেন ঢাকা পোস্টের হেড অব নিউ ইনিশিয়েটিভ আরিফুল ইসলাম আরমান
ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) মিলনায়তনে সাংবাদিকতায় কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহারের সম্ভাবনা, ঝুঁকি ও ডিজিটাল নিরাপত্তা বিষয়ে দুই দিনের একটি কর্মশালা শুরু হয়েছে। শুক্রবার (২৬ ডিসেম্বর) সকালে এ কর্মশালার উদ্বোধন করা হয়।
তথ্যপ্রযুক্তি প্রতিষ্ঠান গেমপ্লিফ্লাই–এর পৃষ্ঠপোষকতায় আয়োজিত ‘এআই পাওয়ার্ড জার্নালিজম’ শীর্ষক এই কর্মশালায় অংশ নিচ্ছেন ডিআরইউর ৬০ জন সদস্য।
বিজ্ঞাপন
উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে গেমপ্লিফ্লাই এক্সওয়াইজেডের ব্যবস্থাপনা পরিচালক মাহফুজুর রহমান বলেন, তথ্যের যুগ পেরিয়ে বিশ্ব এখন কৃত্রিম বুদ্ধিমত্তার যুগে প্রবেশ করেছে। খুব শিগগিরই এমন সময় আসতে পারে, যখন এআই মানুষের বুদ্ধিমত্তাকে ছাড়িয়ে যাবে—যাকে বলা হয় ‘সিঙ্গুলারিটি’। এই পরিবর্তন সাংবাদিকতার জন্য যেমন নতুন সম্ভাবনা তৈরি করছে, তেমনি নিয়ে আসছে নানামুখী চ্যালেঞ্জ ও ঝুঁকি।
তিনি বলেন, এসব ঝুঁকি মোকাবিলায় সাংবাদিকদের পাশে থাকতে চায় গেমপ্লিফ্লাই। সেই লক্ষ্যেই ডিআরইউয়ের সঙ্গে যৌথভাবে এ ধরনের কর্মশালার আয়োজন করা হয়েছে। এটি সাংবাদিকদের পেশাগত দক্ষতা ও ক্যারিয়ারে ইতিবাচক প্রভাব ফেলবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।
বিজ্ঞাপন
মাহফুজুর রহমান আরও জানান, বিদেশি সামাজিক যোগাযোগমাধ্যমের নেতিবাচক প্রভাব থেকে মুক্ত থাকতে গেমপ্লিফ্লাই গ্যাম্বলিং, বেটিং ও জুয়ামুক্ত একটি বিকল্প সামাজিক মাধ্যম হিসেবে কাজ করছে। খেলাধুলাভিত্তিক এই প্ল্যাটফর্মে জ্ঞানভিত্তিক ও সুস্থ প্রতিযোগিতার পরিবেশ তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে। এ প্রকল্পে যুক্ত রয়েছেন যুক্তরাষ্ট্রপ্রবাসী প্রযুক্তিবিদ মশিউর রহমান।
সভাপতির বক্তব্যে ডিআরইউর সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল বলেন, প্রযুক্তির দ্রুত অগ্রগতির সঙ্গে তাল মিলিয়ে সাংবাদিকদের প্রস্তুত করতেই এই ব্যতিক্রমধর্মী প্রশিক্ষণের আয়োজন। কোন কনটেন্ট এআই দ্বারা তৈরি আর কোনটি নয়—তা যাচাই করার সক্ষমতা এখন সাংবাদিকদের জন্য অপরিহার্য হয়ে উঠেছে।
তিনি বলেন, ‘এআই কীভাবে কাজ করে এবং এর সীমাবদ্ধতা কী—সেটি জানা না থাকলে দায়িত্বশীল সাংবাদিকতা সম্ভব নয়। এ ধরনের প্রশিক্ষণের মাধ্যমে আমরা নতুন কিছু শিখতে পারব।’
ডিআরইউয়ের তথ্যপ্রযুক্তি ও প্রশিক্ষণ সম্পাদক মাহমুদ সোহেল বলেন, সাংবাদিকদের সব সময়ই তথ্য ও প্রযুক্তিতে এগিয়ে থাকতে হবে। এআই সম্পর্কে ধারণা না থাকলে ভবিষ্যতে সাংবাদিকতার মূলধারায় টিকে থাকা কঠিন হয়ে পড়বে। তিনি জানান, বছরজুড়ে ডিআরইউ সদস্যদের জন্য এ ধরনের প্রশিক্ষণ কার্যক্রম অব্যাহত থাকবে।
কর্মশালাটি পরিচালনা করেন ডিআরইউ সদস্য মোহাম্মদ ইমাম হোসাইন সোহেল।
প্রথম দিনের সেশনে প্রশিক্ষণ দেন ঢাকা পোস্টের হেড অব নিউ ইনিশিয়েটিভ আরিফুল ইসলাম আরমান ও বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনালস-এর গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহকারী অধ্যাপক মালিহা তাবাসসুম।
এনএফ