আবুল কালাম আজাদ (বিপ্লব)

ঢাকা সাংবাদিক ইউনিয়নের সদস্য ও প্রথম আলোর সম্পাদনা সহকারী আবুল কালাম আজাদ (বিপ্লব) ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। 

প্রথম আলোর সম্পাদনা সহকারী বিভাগের বিভাগীয় প্রধান বিকাশ চন্দ্র দাস ঢাকা পোস্টকে এই তথ্য নিশ্চিত করেন। 

তিনি মঙ্গলবার (১৩ জুলাই) রাতে জানান, তিনি মঙ্গলবার বেলা প্রায় ৩টার দিকে পান্থপথে বিআরবি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। সোমবার শাহজাহানপুরে অবস্থিত ইসলামী ব্যাংক হাসপাতালে তার ডেঙ্গু ধরা পড়ে। এরপর আজ বেলা সাড়ে ১১টার দিকে পান্থপথে অবস্থিত বিআরবি হাসপাতালে তাকে ভর্তি করা হয়। 

চিকিৎসাধীন অবস্থায় দুপুর প্রায় ৩টার দিকে বিপ্লব শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি দুই ছেলে, স্ত্রী ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তার বাসা ঢাকার জুরাইনে। তার মরদেহ জুরাইনের বাসায় রাখা হয়েছে। বুধবার (১৫ জুলাই) সকাল ৮টার দিকে তাকে দাফন করা হবে বলে তার পারিবারিক সূত্র জানিয়েছে।

পিএসডি/ওএফ