আজ ২১ নভেম্বর, বিশ্ব টেলিভিশন দিবস। ১৯২৬ সালের এ দিনে টেলিভিশন উদ্ভাবন করেছিলেন জন লোগি বেয়ার্ড। তার এই উদ্ভাবনের প্রতি শ্রদ্ধা জানাতে ১৯৯৬ সালে জাতিসংঘ এ দিনকে বিশ্ব টেলিভিশন দিবস হিসেবে পালনের সিদ্ধান্ত নেয়। 

বিশ্ব টেলিভিশন দিবস উপলক্ষে পেশাজীবী টেলিভিশন প্রযোজকদের সংগঠন ব্রডকাস্ট প্রডিউসার্স অ্যাসোসিয়েশন (বিপিএ) বিভিন্ন কর্মসূচি পালন করে। 

দিবসটি উপলক্ষে বাংলাদেশ টেলিভিশন বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করেছে। রোববার থেকে আগামী পাঁচ দিন বিটিভিতে প্রচারিত হবে পাঁচটি বিশেষ নাটক। এগুলো হলো- জহির রায়হানের ‘হারানো বলয়’ অবলম্বনে রাব্বি আহমেদের চিত্রনাট্যে ‘হারানো অধ্যায়’, রশীদ করিমের উপন্যাস ‘পদতলে রক্ত’ অবলম্বনে মারুফ রায়হানের চিত্রনাট্যে ‘নর্তকী’, মাহমুদুল হকের গল্প ‘প্রতিদিন একটি রুমাল’ অবলম্বনে আলতাফ শাহনেওয়াজের চিত্রনাট্যে ‘একটি রুমাল’, শওকত ওসমানের ‘ক্রীতদাসের হাসি’ উপন্যাস অবলম্বনে পলাশ দত্তের চিত্রনাট্যে ‘গোলামের হাসি’ ও মানিক বন্দ্যোপাধ্যায়ের ছোটগল্প ‘প্রাগৈতিহাসিক’ অবলম্বনে মাতিয়া বানু শুকুর চিত্রনাট্যে একই নামে নির্মিত নাটক। 

প্রতিদিন রাত ৮টার বাংলা সংবাদের পর নাটকগুলো প্রচার হবে।

পিএসডি/জেডএস