বনানীতে গ্যাস লাইনের লিকেজ থেকে আগুন
রাজধানীর বনানীর সফুরা টাওয়ারে সামনের সড়কে গ্যাস লাইনের লিকেজ থেকে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়েছে। আপাতত সড়কটিতে যান চলাচল বন্ধ রয়েছে।
বৃহস্পতিবার সন্ধ্যা ৭টা ১০ মিনিটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স। বিষয়টি নিশ্চিত করে ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার লিমা খানম ঢাকা পোস্টকে বলেন, ৭টা ১০ মিনিটের দিকে বনানী সফুরা টাওয়ারে সামনের রাস্তায় গ্যাস লাইনের লিকেজ থেকে আগুন লাগার খবর পেয়েছি।
বিজ্ঞাপন
বাড়িধারা স্টেশন থেকে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে কাজ করছে। আগুন তেমন বড় নয়। ক্ষয়ক্ষতির খবর সম্পর্কে জানা যায়নি বলেও জানান ফায়ার সার্ভিসের এ কর্মকর্তা।
এমএসি/আরএইচ
বিজ্ঞাপন