তুরাগে ৫ তলা থেকে লাফিয়ে ছাত্রীর আত্মহত্যা, প্রেমিক আটক
প্রতীকী ছবি।
রাজধানীর তুরাগ থানার কালিয়ারটেক এলাকায় ৫ তলা ভবন থেকে লাফ দিয়ে মাকসুদা (২২) নামে এক ছাত্রী আত্মহত্যা করেছেন। এ ঘটনায় তার প্রেমিক ইব্রাহিমকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে ক্যাম্পের পুলিশ।
শুক্রবার (২৫ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টায় এই ঘটনা ঘটে। পরে তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে দুপুর দেড়টায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বিজ্ঞাপন
নিহত মাকসুদার প্রেমিক ইব্রাহিম জানান, মাকসুদা তিন মাস আগে কালিয়ারটেক গাজী মিয়ার বাড়িতে ভাড়া থাকা শুরু করেন। তিনি ওই এলাকায় টিউশনি করাতেন এবং ভার্সিটিতে ভর্তি হওয়ার জন্য চেষ্টা করছিলেন। আজ সকালে ওই ভবনের পাঁচতলা থেকে লাফ দিয়ে পড়ে গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ইব্রাহিম বলেন, আমার সাথে তার দীর্ঘদিনের সম্পর্ক ছিল। আমার সাথে কোনো বিষয় নিয়ে তার মনোমালিন্য হয়নি। তবে সে কী কারণে ছাদ থেকে লাফ দিয়ে আত্মহত্যা করল সে বিষয়ে কিছু জানি না। তাদের গ্রামের বাড়ি কুমিল্লা জেলার বরুড়া এলাকায়।
বিজ্ঞাপন
বিষয়টি নিশ্চিত করে ঢামেক হাসপাতালে পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া ঢাকা পোস্টকে বলেন, প্রেমিক ইব্রাহিমকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ ক্যাম্পে আটক রেখেছি। মরদেহটি হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। ঘটনাটি তুরাগ থানাকে জানানো হয়েছিল, তারা এসেছে।
এসএএ/এইচকে