ঢাকায় ব্রিটিশ হাইকমিশনে উড়ল ইউক্রেনের পতাকা
ইউক্রেনের পক্ষে সংহতি প্রকাশ করে ঢাকার ব্রিটিশ হাইকমিশন দেশটির পতাকা উড়িয়েছে। রোববার (২৭ ফেব্রুয়ারি) ব্রিটিশ হাইকমিশনার রবার্ট চ্যাটারটন ডিকসন ব্রিটিশ হাইকমিশন প্রাঙ্গণে ওড়ানো পতাকার ছবি টুইট করেছেন।
পতাকার ছবি টুইট করে তিনি লিখেছেন, ঢাকার ব্রিটিশ হাইকমিশন রোববার সকালে বিনা উস্কানি ও অবৈধভাবে রুশ আগ্রাসনের বিরুদ্ধে সংহতি প্রকাশ করে ইউক্রেনের পতাকা উড়িয়েছে।
বিজ্ঞাপন
গত কয়েক মাস থেকে ইউক্রেন ও রাশিয়ার মধ্যে চলমান যুদ্ধ-যুদ্ধ পরিস্থিতিতে শুরু থেকে কিয়েভকে সমর্থন দিয়ে যাচ্ছেন যুক্তরাজ্য। এরইমধ্যে সম্প্রতি ইউক্রেন ইস্যুতে রাশিয়ার বিরুদ্ধে ইতোমধ্যে এক দফা নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাজ্য।
বৃহস্পতিবার ইউক্রেন ইস্যুতে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে স্বৈরশাসক হিসেবে অ্যাখ্যা দিয়েছেন। বরিস মস্কোকে হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ইউক্রেন যখন হামলা হচ্ছে, তখন আমরা মুখ ফিরিয়ে থাকব না, থাকতে পারি না।
বিজ্ঞাপন
এ ভাষণ দেওয়ার আগে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে টেলিফোনে কথা বলেছেন বরিস।
এনআই/এসএম