রাজধানীতে মাদকবিরোধী অভিযানে ৬১ জন গ্রেপ্তার
রাজধানীতে মাদকবিরোধী অভিযান পরিচালনা করে মাদক সেবন ও বিক্রির অভিযোগে ৬১ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
শনিবার (২৬ ফেব্রুয়ারি) ভোর ৬টা থেকে রোববার (২৭ ফেব্রুয়ারি) ভোর পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
বিজ্ঞাপন
এক প্রেস বার্তায় ডিএমপি মিডিয়া ও পাবলিক রিলেশন্স বিভাগ জানায়, অভিযানে গ্রেপ্তারদের কাছ থেকে হেরোইন, সাত কেজি ২৯০ গ্রাম গাঁজা ও ১৮০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়েছে।
গ্রেপ্তারদের বিরুদ্ধে স্ব স্ব থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৪৪টি মামলা করেছে পুলিশ।
বিজ্ঞাপন
এর আগে একই অপরাধে শুক্রবার থেকে শনিবার অভিযান চালিয়ে ৮৬ জনকে গ্রেপ্তার করা হয়। তাদের বিরুদ্ধে মামলা হয় ৬০টি।
এআর/এসএসএইচ