গার্মেন্টস এক্সেসরিজের কার্টনে ৯৬ সোনার বার
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে চীন থেকে আসা গার্মেন্টস এক্সেসরিজের কার্টন থেকে ৯৬টি সোনার বার উদ্ধার করেছে শুল্ক গোয়েন্দা।
রোববার (২৭ ফেব্রুয়ারি) বিকেলে এক অভিযানে এগুলো উদ্ধার করা হয়।
বিজ্ঞাপন
বিষয়টি নিশ্চিত করে এক ক্ষুদে বার্তায় শুল্ক গোয়েন্দা জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বিমানবন্দরের ফ্রেইট এলাকায় চীন থেকে আসা গার্মেন্টস এক্সেসরিজের মালামালের সামনে অভিযান চালানো হয়। এ সময় একটি কার্টনের দুইটি প্যাকেটে অবৈধভাবে আমদানি করা ৯৬টি সোনার বার পাওয়া যায়।
আটক করা সোনার বারের ওজন প্রায় ১১ কেজি। এগুলোর বাজারমূল্য প্রায় ৮ কোটি টাকা।
বিজ্ঞাপন
এবিষয়ে বিস্তারিত জানাতে সন্ধ্যায় বিমানবন্দরের ফ্রেইট এলাকায় সংবাদ সম্মেলন করবে শুল্ক গোয়েন্দা।
এআর/এমএইচএস