সড়ক দুর্ঘটনায় নিহত ৬ ভাইয়ের পরিবারের পাশে ডিসি বিপ্লব
কক্সবাজারে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত ছয় ভাইয়ের পরিবারের পাশে দাঁড়িয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) বিপ্লব কুমার সরকার। নিহত প্রত্যেক পরিবারকে ১০ হাজার টাকা করে অনুদান দিয়েছেন তিনি।
ডিসি বিপ্লব কুমার বলেন, এ ঘটনায় আমি খুবই মর্মাহত। এই দুর্ঘটনা আমার মনে কঠিন দাগ কেটে গেছে। যারা চলে গেছেন তাদের তো ফেরানো যাবে না। তবে যারা আছেন তাদের পাশে সামান্য সামর্থ্য নিয়ে দাঁড়ানোর চেষ্টা করেছি। তাই নিজ উদ্যোগে কিছু অর্থ সহায়তা করেছি মাত্র।
বিজ্ঞাপন
তিনি আরও বলেন, পুলিশে চাকরির পাশাপাশি মানবিকতার দায়িত্বও রয়েছে আমাদের। আমরা প্রত্যেকে চাই সড়কে যেন আর কোনো মৃত্যুর ঘটনা না ঘটে। চালকদের সচেতন হওয়ার পরামর্শ দেন ডিসি বিপ্লব।
চকরিয়া থানা পুলিশ ডিসি বিপ্লব কুমারের সহায়তা ক্ষতিগ্রস্ত পরিবারের কাছে পৌঁছে দিয়েছে। সাত পরিবারের মাঝে ১০ হাজার করে মোট ৭০ হাজার টাকা পৃথকভাবে দেওয়া হয়েছে।
বিজ্ঞাপন
উল্লেখ্য, গত ৮ ফেব্রুয়ারি কক্সবাজারের চকরিয়ায় মৃত বাবার শ্রাদ্ধের প্রস্তুতি শেষে বাড়ি ফেরার পথে রাস্তায় দাঁড়িয়ে থাকা সাত ভাই ও দুই বোন দুর্ঘটনার শিকার হন। ঘটনাস্থলেই চার ভাই মারা যান। এরপর চিকিৎসাধীন অবস্থায় আরও দুই ভাই মারা যান।
এসএএ/এসকেডি