রাজধানীর মোহাম্মদপুরের মোশারফ বাহিনীর মূলহোতা ও শীর্ষ সন্ত্রাসী মোশারফ হোসেনকে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।

রোববার রাতে তার পাঁচ সহযোগীকেও গ্রেপ্তার করা হয়েছে। মোশারফ নিজ এলাকায় লম্বু মোশারফ ওরফে গলাকাটা মোশারফ ওরফে গাঙচিল মোশারফ নামেও পরিচিত। 

র‍্যাবের লিগ্যাল আ্যন্ড মিডিয়া উইংয়ের সহকারী পরিচালক এএসপি আ ন ম ইমরান খান ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ছয়জনকে বিদেশি আগ্নেয়াস্ত্র, গোলাবারুদ, দেশীয় অস্ত্র ও মাদকসহ রাজধানীর মোহাম্মদপুরের বিভিন্ন এলাকা থেকে গ্রেপ্তার করেছে র‍্যাব।

সোমবার সকালে র‍্যাব কার্যালয়ে সংবাদ সম্মেলন করে বিস্তারিত জানানো হবে। 

এআর/আরএইচ