বিকেল গড়িয়ে সন্ধ্যা নামতেই সব বয়সী দর্শনার্থী ও ক্রেতাদের ভিড় দেখা গিয়েছে অমর একুশে বইমেলায়। অভিভাবকদের সঙ্গে শিশু-কিশোরদের দেখা গেছে মেলায় বই কিনতে।

সোমবার (২৮ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬টায় অমর একুশে বইমেলায় দর্শনার্থীদের ভিড় ছিল চোখে পড়ার মতো। মেলায় আসা শিশু-কিশোরদের বইয়ের পছন্দের তালিকায় রয়েছে কমিকস, রূপকথা, গল্প, সায়েন্স ফিকশন, গণিত নিয়ে মজার খেলা ও ছড়ার বইগুলো। 

মেলায় বই কিনতে আসেন ইয়াসির আরাফাত। তিনি বলেন, সায়েন্স ফিকশন সম্পর্কিত বইগুলো আমার ভালো লাগে। এই সম্পর্কিত নতুন কোনো বই বের হলে সেটা কিনবো ও সঙ্গে পুরে মেলা ঘুরে দেখব। আর নতুন কোনো বই ভালো লাগলে কিনবো।

অনিন্দ্য প্রকাশের বিক্রেতা ওমর ফারুক বলেন, গতবারের চেয়ে আমাদের এবারের বিক্রি বেড়েছে। বিশেষ করে বিকেলের চেয়ে সন্ধ্যার পরে বিক্রিটা বেশি হয়। ক্রেতাদের চাহিদা অনুযায়ী আমাদের বই বিক্রি সন্তোষজনক।

অন্যপ্রকাশের বিক্রেতা আব্দুল্লাহ আল সাকিব বলেন, আমাদের কাছে হুমায়ুন আহমেদের বই বেশি আছে৷ তার বইগুলো বেশি বিক্রি হচ্ছে। বঙ্গবন্ধু নিয়েও আমাদের স্টলে অনেক বই আছে। আমাদের স্টলে সব সময় ক্রেতাদের ভিড় থাকে।

বাংলা একাডেমি থেকে জানা যায়, আজ অমর একুশে বইমেলায় নতুন বই এসেছে ৯৩টি। বিকেল ৪টায় বইমেলার মূলমঞ্চে অনুষ্ঠিত হয় আলোচনা অনুষ্ঠান। প্রবন্ধ উপস্থাপন করেন গোলাম মুস্তাফা এবং এম আবদুল আলীম। আলোচনায় অংশগ্রহণ করেন সারওয়ার আলী এবং সাইমন জাকারিয়া। সভাপতিত্ব করেন মুনতাসীর মামুন।

লেখক বলছি অনুষ্ঠানে নিজেদের বই নিয়ে আলোচনা করেন হরিশংকর জলদাস এবং মোহিত কামাল। আজকের অনুষ্ঠানে কবিতা পাঠ করেন কবি বদরুল হায়দার, হাসনাইন সাজ্জাদী এবং হানিফ খান। আবৃত্তি পরিবেশন করেন আবৃত্তিশিল্পী আহসানউল্লাহ তমাল, সাফিয়া খন্দকার রেখা, ডা. আওরঙ্গজেব আরু এবং মিজানুর রহমান সজল।

আগামীকাল ১ মার্চ  অমর একুশে বইমেলার ১৫তম দিন। মেলা চলবে বিকেল ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত। বিকেল ৪টায় বইমেলার মূলমঞ্চে অনুষ্ঠিত হবে স্মরণ : জামিলুর রেজা চৌধুরী শীর্ষক আলোচনা অনুষ্ঠান। প্রবন্ধ উপস্থাপন করবেন আব্দুল কাইয়ুম। আলোচনায় অংশগ্রহণ করবেন মোহাম্মদ কায়কোবাদ, মাসুদুল হক এবং মুনির হাসান। সভাপতিত্ব করবেন আইনুন নিশাত।

এমটি/আইএসএইচ