সাউথ কোরিয়ার সিউলে অনুষ্ঠিত বাংলাদেশ-কোরিয়া ৪র্থ প্ল্যাটফর্ম সভায় রাজউক চেয়ারম্যান এ বি এম আমিন উল্লাহ নূরী অংশগ্রহণের কারণে দৈনন্দিন কাজ পরিচালনার জন্য চেয়ারম্যানের দায়িত্ব দেওয়া হয়েছে রাজউকের সদস্য (উন্নয়ন নিয়ন্ত্রণ) শফি উল হককে।

বুধবার (২ মার্চ) রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) সূত্রে এ তথ্য জানা গেছে। আগামী ৪ মার্চ পর্যন্ত অতিরিক্ত দায়িত্ব হিসেবে শফি উল হককে চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালনের জন্য একটি অফিস আদেশ জারি করা হয়েছে। অফিসে আদেশে স্বাক্ষর করেছেন রাজউক পরিচালক (প্রশাসন) মুহম্মদ কামরুজ্জামান। 

জানা গেছে, গত ২৭ ফেব্রুয়ারি থেকে আগামী ৪ মার্চ পর্যন্ত মোট ৬ দিনের জন্য শফি উল হককে রাজউকের চেয়ারম্যান হিসেবে অতিরিক্ত দায়িত্ব পালন করতে বলা হয়েছে।

মুহম্মদ কামরুজ্জামান অফিস আদেশে উল্লেখ করেছেন, সাউথ কোরিয়ার সিউলে অনুষ্ঠিত বাংলাদেশ কোরিয়া ৪র্থ প্ল্যাটফর্ম সভায় রাজউক চেয়ারম্যান এ বি এম আমিন উল্লাহ নূরী আগামী ৪ মার্চ পর্যন্ত অবস্থান করবেন। চেয়ারম্যান এই সময় বিদেশে অবস্থানকালে নিজ দায়িত্বের পাশাপাশি অতিরিক্ত দায়িত্ব হিসেবে দৈনন্দিন দায়িত্ব পালন করবেন রাজউক সদস্য (উন্নয়ন নিয়ন্ত্রণ) শফি উল হক। কর্তৃপক্ষের অনুমোদক্রমে এ অফিস আদেশ জারি করা হয়েছে।

এএসএস/এইচকে